Advertisement
রাসেল থেকে বৈভব, আইপিএল কেরিয়ারের প্রথম বলে ছক্কা হাঁকানো ১০ ক্রিকেটার
মাত্র ১৪ বছর বয়সেই খেলতে নেমে চর্চায় সূর্যবংশী।
রব কুইনি: আইপিএলের ইতিহাসে কেরিয়ারের প্রথম বলে ছক্কা মেরেছিলেন কে? উত্তরটা অজি ক্রিকেটার রব কুইনি। রাজস্থান রয়্যালসের জার্সি গায়ে ২০০৯ সালে তিনি এই নজির গড়েছিলেন।
কেভন কুপার: ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার ছিলেন রাজস্থান রয়্যালসে। ওই বছর প্রথম বলে ছয় মেরে আইপিএল কেরিয়ার শুরু করেছিলেন তিনি।
আন্দ্রে রাসেল: পাওয়ার হিটিংয়ের জন্য পরিচিত তিনি। ২০১২ সালে ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল কেরিয়ারের শুরুটাও করেছিলেন বিশাল ছক্কা হাঁকিয়ে। সে বছর তিনি দিল্লি ডেয়ারডেভিলসের।
কার্লোস ব্রেথওয়েট: প্রথম বলে ছয় মেরে আইপিএল কেরিয়ার শুরু করেছিলেন এই ক্যারিবিয়ান তারকাও। দিল্লি ডেয়ারডেভিলসে তাঁর আইপিএল কেরিয়ার শুরু ২০১৬ সালে।
অনিকেত চৌধুরী: বিকানেরে জন্মানো অনিকেতের আইপিএল অভিষেক ২০১৭-এ। রাজস্থান রয়্যালসের জার্সিতে প্রথমবার মাঠে নেমে তিনিও প্রথম বলে ছক্কা হাঁকান।
জ্যাভন সিয়ারলেস: কেকেআরের হয়ে কেরিয়ার শুরু। ২০১৮ সালে। প্রথম বলে ছয় মেরে স্মরণীয় অভিষেক ঘটান এই উইন্ডিজ তারকা।
সিদ্ধেশ লাড: ২০১৭ সালে তাঁর অভিষেক হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে। তিনিও প্রথম বলে ছয় মেরে তাঁর আইপিএল অভিযান শুরু করেছিলেন।
মহেশ থিকশানা: শ্রীলঙ্কান এই অফ স্পিনারের আইপিএল অভিষেক ২০২২ সালে। সিএসকে'র জার্সি গায়ে তাঁর অভিষেক। তিনিও প্রথম বলে ছক্কা হাঁকান। একজন স্পিনার হিসেবে প্রথম বলে ছয় মেরে চমকে দিয়েছিলেন।
Published By: Prasenjit DuttaPosted: 04:28 PM Apr 21, 2025Updated: 04:28 PM Apr 21, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
