shono
Advertisement

নারদ ইস্যুতে বিজেপির প্রতিবাদ মিছিলে ব্যাপক গণ্ডগোল

ভিডিওয় দেখুন বিজেপির সেই মিছিল- The post নারদ ইস্যুতে বিজেপির প্রতিবাদ মিছিলে ব্যাপক গণ্ডগোল appeared first on Sangbad Pratidin.
Posted: 12:47 PM Mar 22, 2017Updated: 12:59 PM Dec 31, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারদ ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে বিজেপির প্রতিবাদ মিছিলে ধুন্ধুমার। উত্তপ্ত হল কলকাতার রাজপথ। বুধবার নারদ ইস্যুতে অভিযুক্তদের শাস্তির দাবি এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল আয়োজন করে বিজেপি।

Advertisement

[প্রাণহানির আশঙ্কায় পুলিশে অভিযোগ নারদকর্তার]

মঙ্গলবারই সুপ্রিম কোর্টে নারদ মামলায় রাজ্য সরকার ধাক্কা খাওয়ার পর রাজনীতির আসরে নামে গেরুয়া শিবির। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাংবাদিক সম্মেলন করে বলেন, ‘এই সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই। সব দোষ ঘাড়ে নিয়ে অবিলম্বে পদত্যাগ করা উচিত মুখ্যমন্ত্রীর।’ সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে হাই কোর্টের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়ায় রাজ্য সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘হাই কোর্টের কাছে ক্ষমা চাইতে হবে, এর থেকে লজ্জার কিছু আছে? রাজ্য সরকারের লজ্জা নেই।’

[নারদ মামলায় সুপ্রিম কোর্টের রায় ইতিবাচক, স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী]

এরপরই এদিন কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা থেকে মিছিল করে বিজেপি। মিছিলের নেতৃত্বে ছিলেন দিলীপ ঘোষ-সহ বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, চন্দ্র বসু, মীনা দেবী পুরোহিত, জয় বন্দ্যোপাধ্যায়, দেবীকা চৌধুরীরা। মিছিলে ছিলেন না প্রাক্তন রাজ্য সভাপতি তথা দলের জাতীয় সচিব রাহুল সিনহা। ধর্মতলার কাছে মিছিল আসতেই পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে বিজেপি কর্মী-সমর্থকরা। কিন্তু পুলিশ বাধা দিলেই বাধে গণ্ডগোল। পুলিশকর্মীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মীদের। ব্যাপক গণ্ডগোল শুরু হতেই উত্তপ্ত হয়ে ওঠে রাজপথ। বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার হতেই পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যায় পুলিশের হাত থেকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিন রাজ্যপালের সঙ্গেও দেখা করেন বিজেপির শীর্ষ নেতারা। বর্তান সরকারকে বরখাস্ত করার জন্য রাজ্যপালের আবেদন জানান তাঁরা।  দেখুন বিজেপির মিছিলের সেই ভিডিও-

ভিডিও সৌজন্যে- বিজেপি পশ্চিমবঙ্গ

The post নারদ ইস্যুতে বিজেপির প্রতিবাদ মিছিলে ব্যাপক গণ্ডগোল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement