shono
Advertisement
Champions Trophy

বোর্ডের 'ফতোয়া'কে বুড়ো আঙুল? চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত-বিরাটদের সঙ্গী হতে পারেন স্ত্রীরাও!

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের পরিবারকে নিয়ে যেতে ইতিমধ্যেই আবেদন করে ফেলেছেন এক ক্রিকেটার!
Published By: Anwesha AdhikaryPosted: 08:50 PM Feb 13, 2025Updated: 08:50 PM Feb 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৪৫ দিনের কম বিদেশ সফর হলে পরিবারকে সঙ্গে নিয়ে যাওয়া যাবে না। অজিভূমে বিপর্যয়ের পর এমন 'ফতোয়া' জারি করেছিল বিসিসিআই। কিন্তু সেই নিয়মকে বুড়ো আঙুল দেখানোর উপায়ও খোলা থাকছে ক্রিকেটারদের কাছে। হয়তো দুবাইয়ের গ্যালারি থেকে টিম ইন্ডিয়ার জন্য গলা ফাটাতে দেখা যেতে পারে অনুষ্কা শর্মাদের।

Advertisement

দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠলেও, সবমিলিয়ে ২৪ দিন দেশের বাইরে থাকবে মেন ইন ব্লু। ফলে পরিবারকে সঙ্গে নিয়ে যাওয়া যাবে না। কিন্তু সূত্রের খবর, চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের পরিবারকে নিয়ে যাওয়ার জন্য বিশেষ ছাড়পত্র চেয়েছিলেন এক সিনিয়র ক্রিকেটার। যদিও বোর্ডের তরফে সেই আবেদন পত্রপাঠ খারিজ করা হয়েছে। কিন্তু বলা হয়েছে, কিছু ক্ষেত্রে ব্যতিক্রম করা যেতেই পারে। যদি সেরকমটা হয়, তাহলে পরিবারের যাবতীয় খরচ মেটাতে হবে সংশ্লিষ্ট ক্রিকেটারকে। টিম হোটেলে থাকতে পারবেন না পরিবারের সদস্যরা।

এই খবর প্রকাশ্যে আসার পরেই জল্পনা শুরু হয়েছে, পরিবারকে নিয়ে যাওয়ার আবেদন করা সিনিয়র ক্রিকেটারটি কে? আলোচনায় উঠে আসছে রোহিত শর্মা এবং বিরাট কোহলির নাম। উল্লেখ্য, দিনকয়েক আগে সাংবাদিক সম্মেলনে ভুলবশত মাইক অন থাকাকালীন এই বিষয়টি নিয়ে কথা বলে ফেলেছিলেন ভার‍ত অধিনায়ক। তাঁকে বলতে শোনা যায়, 'এখন ঘণ্টা দেড়েক আমাকে সচিবের সঙ্গে কথা বলতে হবে পরিবার নিয়ে যাওয়ার বিষয় নিয়ে।' ফলে প্রশ্ন উঠছে, তাহলে কি নিয়ম ভেঙে দুবাইয়ে পরিবার নিয়ে যেতে চেয়েছিলেন রোহিত?

প্রসঙ্গত, অস্ট্রেলিয়ায় রোহিত শর্মাদের ভরাডুবির পর দলের ‘বিশৃঙ্খলা’ রুখতে ১০ দফা ফতোয়া জারি করে বিসিসিআই। সেখানে সাফ জানিয়ে দেওয়া হয়, ক্রিকেটাররা যদি ৪৫ দিনের বেশি ভারতের বাইরে থাকেন তাহলে মাত্র একবার তাঁর স্ত্রী এবং ১৮ বছরের কম বয়সি সন্তান যেতে পারে বিদেশ সফরে। সর্বাধিক ১৪ দিনের জন্য থাকতে পারেন তাঁরা। যদিও ক্রিকেটমহলের একাংশ এই নিয়মের সমালোচনা করেছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠলেও, সবমিলিয়ে ২৪ দিন দেশের বাইরে থাকবে মেন ইন ব্লু।
  • এই খবর প্রকাশ্যে আসার পরেই জল্পনা শুরু হয়েছে, পরিবারকে নিয়ে যাওয়ার আবেদন করা সিনিয়র ক্রিকেটারটি কে?
  • অস্ট্রেলিয়ায় রোহিত শর্মাদের ভরাডুবির পর দলের ‘বিশৃঙ্খলা’ রুখতে ১০ দফা ফতোয়া জারি করে বিসিসিআই।
Advertisement