সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরশ মাম্বরেকে পছন্দ নয়। ভারতীয় দলের বোলিং কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) সংসারে ঢুকে পড়তে পারেন অজিত আগরকর। টিম ইন্ডিয়ার প্রথম সারির এক তারকা নাকি মাম্বরের পরিবর্তে আগরকরকে ড্রেসিং রুমে চাইছেন। এমনটাই দাবি সর্বভারতীয় সংবাদমাধ্যমের।
রবি শাস্ত্রীর (Ravi Shastri) আমলে ভারতীয় দলের বোলিং কোচ ছিলেন ভরত অরুণ। তাঁর আমলে টিম ইন্ডিয়ার পেস বোলিংয়ে বিশ্বের অন্যতম সেরা হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করে। যদিও শাস্ত্রীর সঙ্গেই মেয়াদ শেষ হয়েছে ভরত অরুণের। তাঁর বদলে পরশ মাম্বরেকে বোলিং কোচ করা হয়। কিন্তু এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি মাম্বরেকে বোলিং কোচ হিসেবে পছন্দ নয় টিম ইন্ডিয়ার (Team India) এক প্রথম সারির তারকার।
[আরও পড়ুন: সৌরভ-ঋদ্ধির ‘গোপন কথা’ বাইরে আসায় অসন্তুষ্ট স্নেহাশিস, এবার পালটা দিলেন বাংলার উইকেটকিপার]
চলতি বছরের শেষেই টি-২০ বিশ্বকাপ (T-20 World Cup)। আগামী বছর আবার ৫০ ওভারের বিশ্বকাপ খেলতে হবে ভারতকে। সেদিকে নজর রেখে ভারতীয় দল আগেভাগে প্রস্তুতি শুরু করতে চাইছে। শামি, ভুবনেশ্বরদের পরে নতুন করে পেস ব্যাটারি তৈরি করতে চায় টিম ম্যানেজমেন্ট। সেজন্য আগরকরের মতো অভিজ্ঞ কারও হাতে টিম ইন্ডিয়ার দায়িত্ব দেওয়া উচিত বলেই মনে করছেন টিম ইন্ডিয়ার ওই প্রভাবশালী তারকা। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, তারকা ওই ক্রিকেটারের প্রস্তাব গুরুত্ব দিয়েই ভেবে দেখছে বিসিসিআই। আগরকরের পাশাপাশি আরও একজনের নাম ভেসে আসছে। তিনি হলেন জাহির খান (Zaheer Khan)। যদিও জাহির এই মুহূর্তে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত।
[আরও পড়ুন: ‘ঋদ্ধিমানের টিম থেকে বাদ পড়া খুবই দুঃখের’, সৌরভকে চিঠি অশোক ভট্টাচার্যের]
শেষ পর্যন্ত যদি মাম্বরেকে সরিয়ে অন্য কাউকে কোচ করার কথা বোর্ড ভাবে, সেক্ষেত্রে লড়াইতে সবার থেকে এগিয়ে থাকবেন আগরকরই। এর আগে ভারতীয় দলের নির্বাচক হওয়ার দৌড়েও ছিলেন আগরকর। যদিও শেষপর্যন্ত চেতন শর্মা (Chetan Sharma) আগরকরকে নির্বাচক হওয়ার দৌড়ে পরাস্ত করেন। তবে, মাম্বরেকে একেবারে ছেঁটে ফেলা হবে না। তাঁকে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) পাঠিয়ে দেওয়া হতে পারে। সেখানে ভারতের এ দল বা অনূর্ধ্ব-১৯ তারকাদের খুঁজে আনার দায়িত্ব দেওয়া হতে পারে।