shono
Advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের জন্য পাকিস্তানকে শুভেচ্ছা এই হুরিয়ত নেতার

দেশে জুড়ে তুমুল সমালোচনা৷ The post চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের জন্য পাকিস্তানকে শুভেচ্ছা এই হুরিয়ত নেতার appeared first on Sangbad Pratidin.
Posted: 10:38 AM Jun 16, 2017Updated: 05:08 AM Jun 16, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে পাকিস্তানের জয়ের পর আনন্দে মাতলেন কাশ্মীরের বাসিন্দারা৷ টুইটারে পাকিস্তান ক্রিকেট দলকে ফাইনালের জন্য শুভকামনা জানিয়েছেন হুরিয়ত নেতা মীরওয়াইজ ওমর ফারুক৷

Advertisement

[গ্রামের নাম ‘স্ন্যাপডিল ডট কম নগর’, ঠিকানা ভারত]

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনভিজ্ঞ পাকিস্তানকে ফেভরিটদের তালিকার বাইরেই রেখেছিলেন বিশেষজ্ঞরা৷ কিন্ত দিনের শেষে সেই পাকিস্তানই সবাইকে টপকে ফাইনালে পৌঁছে গিয়েছে৷ তাও আবার ঘরের মাঠে ইংল্যান্ডকে হারিয়ে! বুধবার কার্ডিফে প্রথমে ব্যাট করে একসময়ে মাত্র দুই উইকেট হারিয়ে ১২৭ রান তুলে ফেলেছিলেন ইংরেজ ব্যাটসম্যানরা৷ কিন্তু তারপরেই মর্গ্যানদের ব্যাটিং-অর্ডারে ধস নামে৷ মাত্র ২১১ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস৷ পাকিস্তানের হয়ে আলি তিনটি এবং জুনেইদ ও রইস দুটি করে উইকেট নেন৷ বোলিংয়ের মতো ব্যাট হাতেও দুরন্ত পারফর্ম করেন আজহার আলিরা৷ পাক ব্যাটসম্যানদের প্যাভিলয়নে পাঠাতে হিমশিম খেতে হয় ইংরেজ বোলারদের৷ ৭৬ রানে দুর্দান্ত ইনিংস খেলেন আজহার৷ শেষপর্যন্ত আট উইকেটে ম্যাচ জিতে ফাইনালে টিকিট নিশ্চিত করে পাকিস্তান৷

[OMG! ৯ বছর এই ব্যক্তির পেটে ছিল ব্লেড, ভাঙা টিউবলাইট!]

বুধবার সন্ধ্যায় ম্যাচ শেষ হতেই উৎসব শুরু হয়ে যায় কাশ্মীরে৷ রাস্তায় নেমে বাজি ফাটাতে শুরু করে দেন স্থানীয় বাসিন্দারা৷ পাকিস্তানের জয়ের আনন্দে সামিল হন হুরিয়ত নেতা মীরওয়াইজ ওমর ফারুকও৷ টুইটারে তিনি লেখেন,‘ উপত্যকা জুড়ে বাজি ফাটানোর শব্দ শোনা যাচ্ছে৷ দুর্দান্ত খেলেছে টিম পাকিস্তান৷ ফাইনালে জন্য শুভকামনা রইল৷’

 


কুলভূষণ ইস্যুতে আন্তর্জাতিক আদালতে মুখ পুড়েছে পাকিস্তানের৷ আর এখন কাশ্মীরের লাগাতার অনুপ্রবেশের চেষ্টার ঘটনায় ফের নতুন কের ভারত-পাক সম্পর্কে উত্তেজনা তৈরি হয়েছে৷ এই পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট দলকে সমর্থন করে তুমুল সমালোচনার মুখে পড়েছেন হুরিয়ত নেতা মীরওয়াইজ ওমর ফারুক৷ তাঁকে পাকিস্তানে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার৷ তিনি বলেন, মীরওয়াইজ মনে-প্রাণে এক জন  পাকিস্তানি৷ তিনি কাশ্মীরের শান্তি নষ্ট করতে চাইছেন৷ তাঁর পাকিস্তানের চলে যাওয়া উচিত৷

[শিব সেনার নাম গিনেস বুকে তোলার সুপারিশ কংগ্রেস বিধায়কের]\

The post চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের জন্য পাকিস্তানকে শুভেচ্ছা এই হুরিয়ত নেতার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার