সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যারিস সাঁ জাঁ ছেড়ে ইন্টার মিয়ামিতে যাচ্ছেন লিও মেসি (Lionel Messi)। মার্কিন মুলুকে মেসির সঙ্গে পুনর্মিলন হবে সের্জিও বুস্কেটসের (Sergio Busquets)।
এক সময়ে মেসি ও বুস্কেটস বার্সার জার্সিতে কত ট্রফিই না এনেছেন। এবার কি তবে ইন্টার মায়ামিতে দুই বন্ধু আগের মতোই ফুল ফোটাবেন?
[আরও পড়ুন: ‘মোহনবাগান সমর্থকদের আবেগ দেখেছি, এবার স্বপ্নের জার্সিতে ডার্বি খেলব’, সই করে বলছেন অনিরুদ্ধ]
গত মাসেই বুস্কেটস জানিয়ে দিয়েছিলেন, তিনি এবার বার্সেলোনা ছাড়বেন। চলতি মাসের ৩০ তারিখ বার্সার সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এর মধ্যেই খবর, বুস্কেটসের সঙ্গে ইন্টার মায়ামির কথাবার্তা প্রায় পাক হয়ে গিয়েছে। ইন্টার মায়ামির সঙ্গে আড়াই বছরের চুক্তি করছেন বুস্কেটস বলে খবর।
প্যারিস সাঁ জাঁ ছাড়ছেন মেসি। একসময়ে শোনা গিয়েছিল প্যারিসের ক্লাব ছেড়ে বার্সেলোনায় আবার ফিরবেন তিনি। কিন্তু মেসি শেষ পর্যন্ত ইউরোপের কোনও ক্লাবে না গিয়ে যাচ্ছেন মার্কিন মুলুকে। সেখানেই মেসির সঙ্গে পুনর্মিলন হবে বিশ্বকাপ জয়ী স্প্যানিশ তারকার।
শুধু বুস্কেটস নন, শোনা যাচ্ছে জর্ডি আলবাও যেতে পারেন ইন্টার মায়ামিতে। এই গ্রীষ্মে আলবাও ছাড়বেন বার্সেলোনা। এমনটাই খবর। রিয়াল মাদ্রিদ ছেড়ে আল ইত্তিহাদে যাচ্ছেন করিম বেঞ্জিমা। মেসি ও রোনাল্ডো দুই মহাতারকাই ইউরোপ ছাড়া। মেসি আমেরিকায়, রোনাল্ডো এশিয়ায়।