shono
Advertisement

সেলুনের মালিক থেকে সরকারি চাকুরিজীবী, সঙ্গে মোটা নগদ! পরিচারকের ভাগ্যও বদলে দেন বালু

আর কী জানালেন জ্যোতিপ্রিয়র পরিচারক?
Posted: 07:14 PM Nov 07, 2023Updated: 07:14 PM Nov 07, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন আপ্ত সহায়কের পর পরিচারক। এবার জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে মুখ খুললেন পরিচারক রামস্বরূপ শর্মা। জানালেন, ফ্ল্যাট কেনার জন্য ‘সাহেব’ বালুই তাঁকে দিয়েছিলেন ২০ লক্ষ টাকা।

Advertisement

রেশন দুর্নীতি মামলায় গত মাসের শেষদিকে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই তাঁর ঘনিষ্ঠদের তলব করেছে ইডি। উঠে আসে একাধিক চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, রামস্বরূপ আদতে বিহারের বাসিন্দা। ১৯৯৩ সালে এসেছিলেন কলকাতা। কলেজ স্ট্রিটে সেলুন চালাতেন তিনি। একই এলাকায় বাড়ি ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের। সেই সূত্র ধরেই পরিচয়। ধীরে ধীরে বাড়ে ঘনিষ্ঠতা। জ্যোতিপ্রিয়র বাড়িতে পরিচারকের কাজ শুরু করেন রামস্বরূপ। পরে সরকারি চাকরিও পান।

[আরও পড়ুন: ফলক বিতর্কের মাঝে তৃণমূলের অবস্থান মঞ্চের সামনে অনুপম হাজরা, জল্পনা শুরু রাজনৈতিক মহলে]

রামস্বরূপের দাবি, কেষ্টপুর প্রফুল্লকাননে ফ্ল্যাট কেনার জন্য বালু তাঁকে দিয়েছিলেন ২০ লক্ষ টাকা। রামস্বরূপের দাবি, ৫ লক্ষ টাকা তিনি শোধ করেছেন ‘সাহেব’ বালুকে। ইডি সূত্রে খবর, জ্যোতিপ্রিয় মল্লিক নিজের পরিচারকের নামে ৫০ লক্ষ টাকার দানপত্র করিয়েছিলেন। এক ব্যবসায়ীর দাবি, ৫০ লক্ষ টাকা ছাড়াও নিজের পরিচারকের নামে বেশ কিছু সম্পত্তিরও দানপত্র করিয়েছিলেন মন্ত্রী। যাতে বেআইনি বলে কিছু প্রতিপন্ন করা না যায়। এভাবেই নিজের ঘনিষ্ঠদের কালো টাকা সাদা করার রাস্তা দেখাতেন জ্যোতিপ্রিয় মল্লিক।

[আরও পড়ুন: পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে অশান্তির জের, পঞ্চায়েত মন্ত্রীর বাড়িতে ‘হামলা’, ব্যাপক ভাঙচুর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement