shono
Advertisement

তাপপ্রবাহের জের, ২৪ ঘণ্টায় বিহারে মৃত কমপক্ষে পঞ্চাশ

মৃতদের পরিবারপিছু ৪ লাখ টাকা আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা নীতীশ কুমারের। The post তাপপ্রবাহের জের, ২৪ ঘণ্টায় বিহারে মৃত কমপক্ষে পঞ্চাশ appeared first on Sangbad Pratidin.
Posted: 04:21 PM Jun 16, 2019Updated: 04:21 PM Jun 16, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল তাপপ্রবাহের জেরে জ্বলছে বিহার। এর ফলে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৪৫ জনের। অসুস্থ অবস্থায় হাসপাতালে ভরতি হয়েছেন আরও শতাধিক মানুষ। তীব্র গরমের জেরে সবথেকে বেশি কষ্টে রয়েছেন ঔরঙ্গাবাদ, গয়া ও নাওয়াদা জেলার মানুষ। শনিবার গয়া ও পাটনায় রেকর্ড গড়ে ৪৫ ডিগ্রিতে পৌঁছে যায় উষ্ণতার পারদ। এর ফলে অসুস্থ হয়ে পড়েন প্রচুর মানুষ। শুধুমাত্র গয়াতেই হিট
স্ট্রোকে মৃত্যু হয়েছে ১৭ জনের। তবে তীব্র দহনের ফলে ঔরঙ্গাবাদ জেলায় সবচেয়ে বেশি ২৭ জনের মৃত্যু হয়েছে।

Advertisement

[আরও পড়ুন- দিল্লিতে নোয়াপাড়ার তৃণমূল বিধায়ক সুনীল সিং, বিজেপিতে যোগদানের সম্ভাবনা]

এপ্রসঙ্গে ঔরঙ্গাবাদ হাসপাতালের সিভিল সার্জেন ডাঃ সুরেন্দ্র প্রসাদ সিং বলেন, “শনিবার রাত পর্যন্ত দাবদাহের ফলে ২৭ জন প্রাণ হারিয়েছেন। প্রচুর মানুষ অসুস্থ অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভরতি হয়েছেন। পরিস্থিতি যা তাতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।”

গয়ার জেলাশাসক অভিষেক সিং জানান, তাপপ্রবাহের জেরে এই জেলায় এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে নাওয়াদা জেলায় পাঁচজন মারা গিয়েছে বলে জানিয়েছেন ওই জেলার এক আধিকারিক। দুটি জেলা মিলিয়ে মোট ৬০ জনেরও বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েছেন।

[আরও পড়ুন- বকেয়া মেটাচ্ছে না উত্তরপ্রদেশ সরকার, অভিযোগ গোরক্ষপুরের ডাক্তার কাফিল খানের]

তাপপ্রবাহের জেরে মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। পাশাপাশি মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ারও ঘোষণা করেছেন তিনি। গরমের প্রকোপ থেকে বাঁচতে মানুষকে রাস্তায় বেরনোর সময় অতিরিক্ত সতর্কতা নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।

এপ্রসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষ বর্ধন বলেন, “মাত্রাতিরিক্ত তাপপ্রবাহের কারণে বিহারে অনেক মানুষের মৃত্যু হয়েছে। এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। সবাইকে বলব এই ধরনের ঘটনা এড়াতে দিনের বেলা, তাপমাত্রা না কমা পর্যন্ত বাড়িতেই থাকুন। কারণ গরমের ফলে মস্তিষ্কের ক্ষতি হয়। যার জেরে শরীরে বিভিন্ন সমস্যা দেখা যায়।”

তবে শুধু বিহার নয়, তীব্র দহনের জেরে জেরবার হয়ে পড়েছেন উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ। মধ্যপ্রদেশ ও রাজস্থানে ইতিমধ্যেই তাপমাত্রার পারদ ছাড়িয়েছে ৪৬ ডিগ্রি সেলসিয়াস।

The post তাপপ্রবাহের জের, ২৪ ঘণ্টায় বিহারে মৃত কমপক্ষে পঞ্চাশ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement