সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের টেক-সিটিতে ভয়ংকর জলসংকট। শহরের অধিকাংশ বোরওয়েল শুকিয়ে কাঠ। জলের জন্য প্রাইভেট ওয়াটার ট্যাঙ্কের সামনে চোখে পড়ছে লম্বা লাইন। এমনকী, এ-ও শোনা যাচ্ছে যে, এক বালতি জল কিনতে শহরবাসীকে গুনতে হচ্ছে ১০০০ থেকে ২০০০ টাকা! এই পরিস্থিতিতে জলের অপচয় রোধ করার জন্য বেঙ্গালুরু প্রশাসনের তরফে জারি করা হল এক গুচ্ছ নিষেধাজ্ঞা।
তালিকায় রয়েছে–গাড়ি ধোয়ার কাজে কোনওরকম জল ব্যবহার করা যাবে না। এছাড়াও নির্দেশিকায় বলা হয়েছে–নির্মাণকাজ, বিনোদন সংক্রান্ত কোনও কাজ, বাগান পরিচর্যাতেও জল ব্যবহার করা যাবে না। প্রশাসনের হুঁশিয়ারি, কোনওভাবেই জল অপচয় করা যাবে না। প্রশাসনের এই নিষেধাজ্ঞা অমান্য করলে পাঁচ হাজার টাকা জরিমানা ধার্য করবে কর্নাটক ওয়াটার সাপ্লাই বোর্ড। একাধিক বার নিষেধাজ্ঞা অমান্য করলে ৫০০ টাকা করে বাড়তি জরিমানাও দিতে হবে। জানা গিয়েছে, বেঙ্গালুরু শহরের জনসংখ্যা প্রায় ১ কোটি ৩০ লক্ষ। সেখানে দৈনিক জলের চাহিদা ২৬০ কোটি থেকে ২৮০ কোটি লিটার। বর্তমান পরিস্থিতিতে প্রতিদিন বেঙ্গালুরুতে অন্তত ১৫০ কোটি লিটার জলের ঘাটতি দেখা দিয়েছে।
[আরও পড়ুন: মোদির হিন্দুত্ব মোকাবিলায় জাতগণনা-কৃষক ক্ষোভ, কংগ্রেসের প্রার্থী তালিকায় কোন ইঙ্গিত?]
শহরের বিভিন্ন এলাকার সাধারণ বাসিন্দাদের দাবি, পাড়ায় জলের ট্যাঙ্কার এলেই হুড়োহুড়ি পড়ে যাচ্ছে। অনেকেরই অভিযোগ, খবর পাওয়ার আগেই খালি হয়ে যাচ্ছে ট্যাঙ্কার। দীর্ঘ লাইনের পিছন দিকে থাকলেও বিপদ হচ্ছে। লাইনের পিছনের দিকে যাঁরা থাকছেন, জল পাচ্ছেন না। সবচেয়ে সমস্যায় পড়ছেন বয়স্করা। নাগরিকদের অভিযোগ, গত তিন মাস ধরেই জল নিয়ে সমস্যা চলছে। গত কয়েক দিনে তা চরম আকার ধারণ করেছে। যদিও শহর প্রশাসনের দাবি, সাধ্যমতো ব্যবস্থা নিচ্ছে প্রশাসন।