সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লুধিয়ানা আদালতে (Ludhiana Court) বিস্ফোরণে যুক্ত থাকার অভিযোগে জার্মানি (Germany) থেকে গ্রেপ্তার খলিস্তানপন্থী জঙ্গি। ধৃত জসবিন্দর সিং মুলতানি, ভারতে নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী খলিস্তানি সংগঠন শিখ ফর জাস্টিসের (SFJ) সদস্য। তার সঙ্গে পাকিস্তানেরও নিয়মিত যোগাযোগ রয়েছে বলে দাবি। সূত্রের খবর, পাক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের নির্দেশে দিল্লি, মুম্বইয়ে হামলার ছক কষছিল জসবিন্দর। লুধিয়ানা আদালতের বিস্ফোরণের (Ludhiana Blast) মাস্টার মাইন্ড-ও এই জসবিন্দর।
বন এবং নয়াদিল্লি সূত্রে খবর, পাক সীমান্তে দিয়ে অস্ত্রের চোরাচালানের তদন্তে নেমে গোয়েন্দা ব়্যাডারে আসে জসবিন্দর। এর পরই মোদি সরকারের তরফে তাকে গ্রেপ্তারের অনুরোধ করা হয় জার্মান সরকারকে। এর পরই সোমবার মধ্য জার্মানির এরফ্রুট থেকে জসবিন্দরকে গ্রেপ্তার করে জার্মান পুলিশ। সম্প্রতি একাধিক বিচ্ছিন্নতামূলক কর্মকাণ্ডে নাম জড়িয়েছিল তার।
[আরও পড়ুন: ফিরে দেখা ২০২১: করোনাকালে সম্পত্তি বাড়ল কাদের? ‘বাড়ন্ত’ কার লক্ষ্মীর ভাণ্ডার?]
বছর ৪৫-এর জসবিন্দর হোসিয়ারপুরের প্রাক্তন বাসিন্দা। গোয়েন্দা সূত্রে খবর, শিখ ফর জাস্টিসের প্রতিষ্ঠাতা গুরপতওয়ান্ত সিং পান্নুর ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। তার বিরুদ্ধে পাক সীমান্ত দিয়ে অস্ত্রের চোরাচালান-সহ নানা অভিযোগ রয়েছে। সূত্রের খবর, পাঞ্জাবে নাশকতামূলক ঘটনা ঘটাতে পাক অস্ত্র আমদানি হচ্ছিল জসবিন্দরের ইশারায়। শুধু তাই নয়, আইএসআইয়ের অঙ্গুলিহেলনে আরও বড় হামলার ছক ছিল তারা। টার্গেট ছিল দিল্লি, মুম্বই। তবে তার আগেই জার্মান পুলিশের হাতে গ্রেপ্তার হল জসবিন্দর।
[আরও পড়ুন: COVID-19: করোনা আক্রান্ত BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, ভরতি হাসপাতালে]
প্রসঙ্গত, ২৩ ডিসেম্বর পাঞ্জাবের লুধিয়ানার (Ludhiana) আদালত চত্বর। তিনতলার শৌচাগারের ভিতরে ওই বিস্ফোরণ ঘটে। জানা গিয়েছে, ওই ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। ইট ও গ্রিল নিচে পার্ক করে রাখা গাড়ির উপরে পড়ায় সেগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গিয়েছে।