shono
Advertisement
Shah Rukh Khan

'আমি মাঠে না থাকলে তোমরা জেতার চেষ্টা করো', নাইট সাজঘরে কেন একথা বললেন শাহরুখ?

রইল কিং খানের সেই ভিডিও।
Posted: 07:27 PM Apr 05, 2024Updated: 07:45 PM Apr 05, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা তিন ম্যাচ জিতে শুরুটা দারুণ করেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। কলকাতার ড্রেসিং রুমে ফুরফুরে পরিবেশ। দিল্লির বিরুদ্ধে দল জেতার পরে সুনীল নারিন-বরুণ চক্রবর্তীদের আরও তাতিয়ে দিলেন কেকেআর মালিক শাহরুখ খান (Shah Rukh Khan)।
আগামী ম্যাচগুলোয় যা নাইট ব্রিগেডকে আরও আগ্রাসী করবে, জয়ের খিদে আরও বাড়াবে আন্দ্রে রাসেলদের। কলকাতা নাইট রাইডার্স তাদের সোশাল মিডিয়ার পেজে একটি ভিডিও পোস্ট করেছে। সেই ভিডিওয় দেখা যাচ্ছে কিং খান নাইটদের উদ্দেশে বলছেন, ''বরুণ ক্যাচ ধরছে দেখতে বেশ ভালো লাগছে। সুনীল প্রাণপনে দৌড়চ্ছে। সবাই খুব খুশি এবং হাসছে দেখে ভালো লাগছে।'' 

Advertisement

[আরও পড়ুন: অনুশীলনে অনুপস্থিত হাবাস, পাঞ্জাব ম্যাচে কি ফিরবেন স্প্যানিশ কোচ?]


শাহরুখ খান দলের দ্বাদশ ব্যক্তি। তিনি গ্যালারিতে উপস্থিত থেকে সবসময়ে উৎসাহ দিয়ে যান ক্রিকেটারদের। সেই কিং খান বলছেন, ''কোচ আমাকে বললেন, আমি এসে তোমাদের জেতাই। পরের ম্যাচে আমি না থাকলে তোমরা ম্যাচ জেতার চেষ্টা করবে। আমি সবরকম ভাবে তোমাদের পাশে থাকার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থেকো সবাই।''

[আরও পড়ুন: ‘ব্যাটারদের কাজ আরও কঠিন করতে চাই’, বিপক্ষকে সতর্কবার্তা ময়ঙ্কের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • টানা তিন ম্যাচ জিতে শুরুটা দারুণ করেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)।
  • কলকাতার ড্রেসিং রুমে ফুরফুরে পরিবেশ।
  • দিল্লির বিরুদ্ধে দল জেতার পরে সুনীল নারিন-বরুণ চক্রবর্তীদের আরও তাতিয়ে দিলেন কেকেআর মালিক শাহরুখ খান (Shah Rukh Khan)।
Advertisement