shono
Advertisement

‘দ্য জোয়া ফ্যাক্টর’ ছবিতে অতিথি শিল্পী শাহরুখ? তুঙ্গে জল্পনা

শাহরুখ যে ছবিতে রয়েছেন, সেই আভাস দিয়েছেন সোনম কাপুর। The post ‘দ্য জোয়া ফ্যাক্টর’ ছবিতে অতিথি শিল্পী শাহরুখ? তুঙ্গে জল্পনা appeared first on Sangbad Pratidin.
Posted: 07:11 PM Aug 31, 2019Updated: 09:12 PM Aug 31, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখ খানের উপস্থিতি মানেই ছবির ক্ষেত্রে বোনাস পয়েন্ট। সেটাই অনেক সময় কাজে লাগাতে চান নির্মাতারা। সম্ভবত এই শাহরুখ-জাদু কাজে লাগাতে চাইছে টিম ‘দ্য জোয়া ফ্যাক্টর’ও। শোনা যাচ্ছে, এই ছবিতে নাকি অতিথি শিল্পী হিসেবে থাকবেন শাহরুখ। যদিও নির্মাতারা এনিয়ে কেউ এখনও মুখ খোলেননি। কিন্তু ছবির জোয়া সোনম কাপুর খানিকটা আভাস ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন।

Advertisement

সোনম কাপুর বলেছেন, “আমরা শাহরুখ খানকে এক মুহূর্তের জন্য দেখতে পাব। কিন্তু এর সঙ্গে আরও একজনকে দেখা যাবে।” সঙ্গে সঙ্গেই দালকের সলমন যোগ করলেন, “আমার মনে হয়, দর্শকের জন্য এটা সারপ্রাইজ থাক।” কিন্তু ঝেড়ে কাশেননি নির্মাতারা। যদিও ক্যামিও হিসেবে শাহরুখ যে এই প্রথম কোনও সিনেমায় আত্মপ্রকাশ করছেন, তা নয়। এর আগে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, ‘হে বেবি’, ‘ক্রেজে ফোর’-এর মতো অনেক ছবিতেই তাঁকে অতিথি শিল্পী হিসেবে দেখা গিয়েছে।

[ আরও পড়ুন: নারীজীবনের ভিন্ন পর্যায়ের গল্প নিয়ে আসছে ‘অন্দরকাহিনি’, ট্রেলারে নজর কাড়লেন প্রিয়াঙ্কা ]

‘দ্য জোয়া ফ্যাক্টর’ ছবিটি ক্রিকেট ও জোয়ার গল্প নিয়ে তৈরি। ক্রিকেটে প্রথমবার যেদিন বিশ্বকাপ জিতেছিল ভারত, সেদিনই জন্মেছিল জোয়া সোলাঙ্কি। জোয়ার ভাগ্য খুব একটা ভাল নয়। প্রেম তার জীবনে বেশিদিন থাকে না। পেশাগত জীবনেও দুর্ভাগ্য তাকে তাড়া করে বেড়ায়। কিন্তু ভাগ্য তার সদয় একমাত্র ক্রিকেটের ক্ষেত্রে। ঘটনাক্রমে তা জানতে পারে ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। এবার জোয়ার ভাগ্যকে কাজে লাগাতে শুরু করে বোর্ড। খেলোয়াড়দের পেশাগত মানসিকতা বদলে যায়। খেলা বা ময়দানে গিয়ে প্র্যাকটিসের বদলে জোয়ার ভাগ্যের দিকে তাকিয়ে থাকে তারা। আর জোয়া? তার ভাগ্যের কারণে গোটা দেশ দেবী বানিয়ে ফেলেছে। তার পুজো করা হয়। তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করে সৌভাগ্যের কামনা করে লোকজন। ধীরে ধীরে জোয়া নিজেও এই ভাগ্যের গোলকধাঁধাঁয় আটকে পড়ে। ‘দ্য জোয়া ফ্যাক্টর’-এর গল্প এভাবেই সাজিয়েছেন পরিচালক অভিষেক শর্মা।

[ আরও পড়ুন: ‘জিৎ-আবীরের পাশে নুসরত ছাড়া আর কাউকে ভাবতে পারলাম না’, ‘অসুর’ প্রসঙ্গে পাভেল ]

The post ‘দ্য জোয়া ফ্যাক্টর’ ছবিতে অতিথি শিল্পী শাহরুখ? তুঙ্গে জল্পনা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার