সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সলমনের পর এবার প্রাণনাশের হুমকি পেলেন শাহরুখ খান। বৃহস্পতিবার ছত্তিশগড় থেকে একটি উড়োফোন আসে মুম্বই পুলিশের কাছে। সেই ফোনেই শাহরুখকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়। ইতিমধ্যেই ফোনের লোকেশন যাচাই করে ছত্তিশগড়ে পৌঁছেছে মুম্বই পুলিশ। জানা গিয়েছে, ফয়জান নামের এক ব্যক্তিই এই ভুয়ো ফোনের নেপথ্যে রয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ৩০৮ এবং ৩৫১ ধারায় অভিযোগ দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।
পুলিশ সূত্র থেকে পাওয়া খবর এই অনুযায়ী, শাহরুখকে খুন করার হুমকি দিয়ে যুবক ৫০ লক্ষ টাকার দাবি করে। এই ব্যক্তি কোনও গ্যাংস্টার দল বিশেষ করে লরেন্স বিষ্ণোইর দলের লোক কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ। কেননা, গত বুধবারই রাজস্থানে বিষ্ণোই দলের এক সদস্য পুলিশের হাতে ধরা পড়ে। যার কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়েছেন সলমন। সেই ঘটনার সঙ্গে শাহরুখকে হুমকির কোনও যোগাযোগ আছে কিনা, তা নিয়েও তদন্তে নেমেছে মুম্বই পুলিশ।
এই প্রথম নয়, এর আগে 'পাঠান' এবং 'জওয়ান' ছবি সুপারহিট হওয়ার পর উড়ো ফোনে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন শাহরুখ। সেই সময় থেকেই ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পান বলিউড বাদশা। এমনকী, শাহরুখের মন্নতের সামনেও বাড়ানো হয় নিরাপত্তারক্ষী।
প্রসঙ্গত, ২ নভেম্বর ৫৯-এ পা দিলেন বলিউডের বাদশা শাহরুখ খান। ট্রেন্ড ভেঙে এবার মাঝরাতেই মন্নতের ছাদ থেকে ভক্তদের দর্শন দেন তিনি। মন্নত জুড়ে তখন কড়া নিরাপত্তা। তবে শনিবার সারাটা দিন আর একবারও শাহরুখকে দেখতে পাননি তাঁর ফ্যানেরা। এমনকী, মুম্বই পুলিশের তৎপরতায় মন্নতের আশপাশে ঘেঁষতে পারেনি একজনও। জন্মদিনে শাহরুখকে এমন নিরাপত্তা দেওয়ার জন্য মুম্বই পুলিশকে নিজের স্টাইলে ধন্যবাদ জানালেন বাদশা খান। মন্নতের নিরাপত্তায় থাকা সমস্ত মুম্বই পুলিশকর্মীকে খাবারের বাক্স পাঠিয়েছেন শাহরুখ। আর সেই বাক্সেই লিখে দিয়েছিলেন থ্যাঙ্ক ইউ নোট!
মন্নতের ছাদে নয়, বরং ভক্তদের সঙ্গে একান্তে জন্মদিন পালন করলেন কিং খান। সেরকম কোনও আড়ম্বর নেই। সাদামাটা পোশাকেই পৌঁছে গেলেন মন্নতের অনতিদূরে বান্দ্রার বালগন্ধর্ব রং মন্দিরে। তবে সাজপোশাক যেমনই হোক, বাদশা ম্যাজিক বলে কথা! তিনি মঞ্চে উঠতেই যেন দিনভর অপেক্ষারত ভক্তরা চাঙ্গায়নী সুধা পেলেন। শাহরুখের উপস্থিতিই তাঁদের কাছে টনিকের মতো কাজ করল। সেই অনুষ্ঠানে নাচতেও দেখা গেল তাঁকে। শাহরুখ খানের এক ফ্যানক্লাবের তরপেই অবশ্য আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের। তাঁদের নিরাশ করেননি কিং খান অন্তত। তবে মন্নতের সামনে দিনভর দাঁড়িয়ে থাকা ভক্তদের হৃদয় একেবারে খান-খান! কারণ সারাদিনের অপেক্ষার পরও শাহরুখের দর্শন পাননি তাঁরা।