সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক্কা দুই বছর পর ‘স্বেচ্ছা বনবাস’ ভাঙলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। নায়ক হিসেবে ফিরলেন শুটিং ফ্লোরে। এমনই খবর শোনা যাচ্ছে বি-টাউনে। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং সিনেমার নাম, পাঠান (Pathan)। ভাইরাল শাহরুখের সেটে প্রত্যাবর্তনের ছবি।
২০১৮ সালের জুন মাসে ‘জিরো’র (Zero) শুটিং শেষ করেছিলেন শাহরুখ। সে বছরের ডিসেম্বরেই মুক্তি পেয়েছিল ছবিটি। শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ (Katrina Kaif), অনু্ষ্কা শর্মার (Anushka Sharma) মতো তারকা থাকা সত্ত্বেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ছবিটি। বাজেটের ২০০ কোটি টাকা তুলতেও ব্যর্থ হয়। এতেই মন ভেঙে যায় বলিউড বাদশার। সিনেমা থেকে ‘স্বেচ্ছা অবসর’ নেন তিনি। বিগত দুই বছরে কিছু বিজ্ঞাপনে কাজ করেছেন, ‘ব্রহ্মাস্ত্র’র মতো সিনেমায় ক্যামিও চরিত্রেও শুটিং করেছেন। কিছুদিন আগে কলকাতা নাইট রাইডার্সের (KKR) থিম সংয়ের ভিডিওতে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু সিনেমার নায়ক হিসেবে শুটিং ফ্লোরে ফেরেননি কিং খান। তাঁর প্রত্যাবর্তনের প্রতীক্ষায় দিন গুনছিলেন অনুরাগীরা।
[আরও পড়ুন: ‘আপনি কি হিন্দু হয়ে গেছেন?’, টুইটারে কটাক্ষের কড়া জবাব দিলেন মিথিলা]
শোনা গিয়েছে, পছন্দের যশরাজ (Yash Raj Films) ব্যানারেই সিনেমার ফ্লোরে নায়ক হিসেবে ফিরলেন শাহরুখ। ফের বলিউড বাদশাকে নায়ক হিসেবে শুটিং ফ্লোরে দেখে আবেগে ভেসে গিয়েছিলেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ (Siddharth Anand) এবং বাকি কলাকুশলীরা। কিং খান নিজেও ‘পাঠানে’র চিত্রনাট্য নিয়ে খুবই উৎসাহিত। কিন্তু অজানা কারণে, পুরো বিষয়টি গোপনে রাখতে চাইছে আদিত্য চোপড়ার প্রযোজনা সংস্থা। এমনকী, ‘পাঠান’ সম্পর্কিত কোনও খবর অফিশিয়ালি প্রকাশ করা হয়নি। অবশ্য সোশ্যাল মিডিয়ার যুগে এমন খবর লুকিয়ে রাখা প্রায় অসম্ভব। তাই ঘটনা হিসেবে না হলেও রটনা হিসেবে খবর রটেই গিয়েছে। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় নিজের আগামীর ছবি নিয়ে জল্পনা উসকে দিয়েছিলেন শাহরুখ। জানিয়েছিলেন, বছরখানেক লাগবে তাঁর বড়পর্দায় ফিরতে। সূত্রের খবর, ‘পাঠান’ ছবিতে শাহরুখের সঙ্গে ফের জুটি বেঁধেছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। থাকছেন জন আব্রাহামও (John Abraham)। আর ‘জিরো’র পর আবারও একবার নাকি ‘পাঠানে’র বন্ধু শাহরুখের সঙ্গে ক্যামিও চরিত্রে স্ক্রিন শেয়ার করবেন সলমন খান (Salman Khan)। শোনা এও গিয়েছে, সলমন অভিনীত টাইগার সিরিজের তৃতীয় ছবিতে নাকি আবার ক্যামিও চরিত্রে অভিনয় করবেন শাহরুখ।