shono
Advertisement
Shah Rukh Khan

সঙ্গে মেয়ে সুহানার প্রেমিক, হুডিতে ঢাকা মুখ! কেন 'লুকিয়ে' মুম্বই ফিরলেন শাহরুখ?

বচ্চনদের নাতি অগস্ত্যকে নিয়ে সপরিবারে কোথায় গিয়েছিলেন কিং খান?
Published By: Sandipta BhanjaPosted: 05:33 PM Dec 29, 2024Updated: 05:33 PM Dec 29, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোলে পোষ্য। জোব্বা কালো হুডিতে ঢাকা মুখ। স্ত্রী গৌরী খান, দুই সন্তান সুহানা খান (Suhana Khan) এবং অ্যাব্রাম খানকে নিয়ে প্রায় 'লুকিয়ে'ই মুম্বইতে ফিরলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। তবে পাপারাজ্জিদের লেন্সে বিশেষভাবে ধরা পড়লেন বচ্চন পরিবারের সদস্য অগস্ত্য নন্দা (Agastya Nanda)। গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে একফ্রেমে বন্দি সকলে। আর সেখান থেকেই জল্পনার সূত্রপাত, অমিতাভের নাতি অগস্ত্যর প্রেমে যে একেবারে হাবুডুবু খাচ্ছেন শাহরুখকন্যা সুহানা।

Advertisement

সম্প্রতি আলিবাগের বাংলোয় সপরিবারে ছুটি কাটাতে গিয়েছিলেন শাহরুখ খান। সেখানেই বাদশার পরিবারের সঙ্গে ছিলেন অগস্ত্যও। মাসখানেক আগেও আইপিএল চলাকালীন শাহরুখ অসুস্থ হয়ে পড়ায় সবসময়ে দায়িত্ববাণ বন্ধুর মতোই পাশে থেকেছেন অমিতাভের নাতি। এদিকে কখনও বিদেশের মাটিতে রাতভর পার্টি, তো কখনও দিওয়ালিতে একসঙ্গে রাত্রিযাপন, আবার কখনও রেস্তরাঁ, ক্যাফেতে একান্ত আলাপচারিতায়, তো কখনও একসঙ্গে আউটিং, বারবার একসঙ্গে দেখা গিয়েছে সুহানা-অগস্ত্যকে। বচ্চন পরিবারের সঙ্গে যে খান পরিবারের বন্ধুত্ব আত্মীয়তায় পরিণত হতে চলেছে, সেই জল্পনাকে আরও জোরদার করে দিল শাহরুখের সঙ্গে অগস্ত্যর মুম্বইতে ফেরার ছবি। ফটোশিকারিরাও সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি। মেয়ের বন্ধু অগস্ত্য সঙ্গী হওয়াতেই সম্ভবত সর্বাঙ্গ কালো পোশাকে ঢেকে জেটিতে করে আলিবাগ থেকে ফিরলেন বাদশাও। তেমনটাও মনে করছেন নেটপাড়ার একাংশ। রবিবাসরীয় সেই ভিডিও দেদার গতিতে ভাইরাল।

বিটাউনে কান পাতলেই সুহানা-অগস্ত্যর সম্পর্কের গুঞ্জন! দুই তারকাসন্তানের বন্ধুত্ব নাকি এতটাই গাঢ় যে, সেটা প্রেমে পরিণত হয়েছে। তাই তো বলিপাড়ার হাইপ্রোফাইল পার্টি থেকে আইপিএল ম্যাচের গ্যালারিতে মাঝেমধ্যেই শাহরুখকন্যার সঙ্গে দেখা যায় বচ্চন পরিবারের একমাত্র নাতি অগস্ত্য নন্দাকে। স্টারকিডরা মুখে কুলুপ আঁটলেও প্রেমের খবর কি আর চাপা থাকে? এবার শাহরুখদের আলিবাগের ছুটিতেও সঙ্গী অগস্ত্য। তাই কি বাদশা ফটোশিকারিদের লেন্সে মুখ দেখালেন না?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • স্ত্রী গৌরী খান, দুই সন্তান সুহানা খান এবং অ্যাব্রাম খানকে নিয়ে প্রায় 'লুকিয়ে'ই মুম্বইতে ফিরলেন শাহরুখ খান।
  • তবে পাপারাজ্জিদের লেন্সে বিশেষভাবে ধরা পড়লেন বচ্চন পরিবারের সদস্য অগস্ত্য নন্দা
  • অমিতাভের নাতি অগস্ত্যর প্রেমে যে একেবারে হাবুডুবু খাচ্ছেন শাহরুখকন্যা সুহানা।
Advertisement