সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনাই সত্যি হল। সোমবার সাত সকালে শাহরুখ ভক্তদের জন্য দারুণ খবর! 'মুফাসা: দ্য লায়ন কিং' (Mufasa: The Lion King) ছবিতেও থাকছে বলিউড বাদশার কণ্ঠ। তবে এই পর্বে 'কাহানি মে টুইস্ট'! এবার 'দ্য লায়ন কিং'য়ের প্রিক্যুয়েলে নেপথ্য কণ্ঠ দিয়েছে শাহরুখ খানের (Shah Rukh Khan) কনিষ্ঠ পুত্র আব্রাম (AbRam Khan)। মাত্র ১১ বছর বয়সেই যে এটা বড় ব্রেক, তা আর আলাদা উল্লেখের প্রয়োজন হয় না।
'দ্য লায়ন কিং' ছবিতে বড় ছেলে আরিয়ান খানের সঙ্গে শাহরুখ খান নেপথ্য কণ্ঠ দিয়েছিলেন। প্রিক্যুয়েল আসার খবর শুনেই আশায় বুক বেঁধেছিলেন ভক্তরা। এবারও বুঝি, কিং খানকে পাওয়া যাবে ডিজনি ক্লাসিকে? তবে বাদশা এযাবৎকাল এই বিষয়ে টু শব্দটি না করলেও ট্রেলার প্রকাশ্যে আসার পরই হাটে হাঁড়ি ভাঙল। ২০১৯ সালে 'দ্য লায়ন কিং' ছবিতে ডাবিং করে বলিউড বাদশা চমকে দিয়েছিলেন অনুরাগীদের। দেশের বক্স অফিসে ঝড় তুলে দিয়ে ওই ছবি হইহই করে অল্প দিনেই ১৫০ কোটি টাকার ব্যবসা করেছিল। শুধু তাই নয়, সেই ছবিতে 'সিম্বা' চরিত্রে কণ্ঠ দিয়ে নজর কেড়েছিলেন আরিয়ান খানও। তবে প্রিক্যুয়েলে আব্রামের কণ্ঠ শোনার আবদার করেছিলেন অনুরাগীরা। ভক্তদের ইচ্ছেকে সায় দিয়েই ছোট্ট মুফাসার নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে আব্রামকে নিয়ে এলেন ডিজনি এবং শাহরুখ। 'মুফাসা'র রাজা হয়ে ওঠার নেপথ্যের গল্প যে এবার সিনেপর্দায় জমে উঠবে, তা বলাই বাহুল্য।
[আরও পড়ুন: ‘রাত দখল করুক নারীরা’, আর জি কর কাণ্ডের প্রতিবাদে মধ্যরাতে পথে নামার ডাক স্বস্তিকার]
চলতি বছরের ডিসেম্বরে বড়দিনের উপহার হিসেবে মুক্তি পাচ্ছে 'মুফাসা: দ্য লায়ন কিং'। রিলিজ ২০ ডিসেম্বর। যেখানে বাবা-দাদা শাহরুখ-আরিয়ানের মতো কণ্ঠশিল্পী হিসেবে থাকছে আব্রাম। খুদে মুফাসার গল্প বলবে সে। হিন্দি সংস্করণের ট্রেলারে ইতিমধ্যেই তার মিষ্টি কণ্ঠে মন মজেছে সিনেপ্রেমীদের। প্রশংসায় ভরিয়ে দিয়ে তাঁদের মন্তব্য, "ওর রক্তেই তো শিল্প রয়েছে।" এবারেও সিম্বার কণ্ঠশিল্পী হিসেবে থাকছেন আরিয়ান খান। পুম্বার চরিত্রের গলা দিয়েছেন সঞ্জয় মিশ্র। আগের মতোই টিমনের কণ্ঠশিল্পী শ্রেয়স তলপড়ে।