সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ২২ তারিখ বুধবার দুপুরে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে আহমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। চব্বিশ ঘণ্টা বাদে হাসপাতাল থেকে ছাড়া পেলেও চিকিৎসকদের কড়া পরামর্শ ছিল, তিনি যে আপাতত বিশ্রামে থাকেন। যদিও বৃহস্পতিবার রাতেই সপরিবারে মুম্বইতে ফিরেছেন বাদশা। তবে দিন দুই কাটতে না কাটতেই অসুস্থ শরীরে মুম্বই ছাড়লেন শাহরুখ। হুডিতে মুখ ঢেকেই কড়া নিরাপত্তায় মুড়ে চেন্নাইয়ের উদ্দেশে রওনা হলেন কিং খান।
মুম্বইয়ের ব্যস্ত বিমানবন্দর এড়িয়ে, প্রাইভেট বিমানবন্দর কালিনা থেকেই চেন্নাইয়ের উদ্দেশে রওনা হলেন শাহরুখ। এদিন পাপারাজ্জিদেরও এড়িয়ে গেলেন তিনি। যে শাহরুখকে কিনা এযাবৎকাল ফটোশিকারীদের সঙ্গে বন্ধুবৎসল মেজাজেই দেখা গিয়েছে, এদিন কোনও অভিবাদনও জানাতে দেখা গেল না তাঁকে। বরং আদ্যোপান্ত ঢাকা পোশাক পরেছিলেন যাতে কেউ কোনওরকম ছবি তুলতে না পারেন। গত বৃহস্পতিবার রাতের মতো রবিবারও বাদশাকে ছাতায় ঢেকে রাখলেন দেহরক্ষীরা।
রবিবার চূড়ান্ত ম্যাচে কেকেআর টিমকে টনিক জোগাতেই অসুস্থ শরীর নিয়েও চেন্নাই গেলেন কিং খান। সঙ্গে ছিলেন দুই সন্তান। বাবার ছায়াসঙ্গী হিসেবে দেখা গেল মেয়ে সুহানা ও ছোটছেলে অ্যাব্রাম খানকে। বন্ধু তথা নাইট টিমের আরেক মালিক জুহি চাওলা অবশ্য আগেই জানিয়েছিলেন যে, ফাইনাল ম্যাচে থাকবেন শাহরুখ।
[আরও পড়ুন: হিন্দি ওয়েব সিরিজের জন্য লুক বদলালেন জিৎ, রয়েছেন প্রসেনজিৎও, ভোট মিটলেই শুটিং!]
চেন্নাইয়ের উদ্দেশে রওনা হওয়ার আগেই রবিবার দলের উদ্দেশ্যে বিশেষ পেপটক দিয়েছিলেন মালিক শাহরুখ খান। বাদশার কথায়, “বিশ্বের সবচেয়ে ভালো দল কেকেআর। কিন্তু একটা সময়ে আমরা বারবার হেরেছি। সেই সময়ে মনে আছে, লোকে আমাদের জার্সি নিয়েও সমালোচনা করত। সকলে বলত, আমাদের জার্সির রংটাই কেবল ভালো, আমাদের দলটা ভালো নয়। তখনই কেকেআরের মালিক হিসেবে সবচেয়ে বেশি দুঃখ পেয়েছিলাম। ক্রিকেট বিশেষজ্ঞরাও এইভাবেই খোঁটা দিতেন। গোটা বিষয়টাই খুব বেদনাদায়ক।” তবে ব্যর্থতা কাটিয়ে কেকেআর ঘুরে দাঁড়াতে পারে বলে দলকে নিয়ে গর্বিত মালিক শাহরুখ। কিন্তু চিপকের গ্যালারিতে কি আজ ফর্মে দেখা যাবে কিং খানকে? উৎকণ্ঠায় অনুরাগীরা।