shono
Advertisement

ব্রেকফাস্টে ভাত চেয়ে কী পেলেন শাহজাহান? সিবিআইয়ের খাঁচায় কেমন আছেন সন্দেশখালির ‘বাঘ’?

নিজাম প্যালেসে একরাত কাটিয়ে ফেলেছেন শাহজাহান। সিবিআইয়ের জিম্মায় নাকি হাজারও 'আবদার' করছেন সন্দেশখালির বাঘ।
Posted: 10:08 AM Mar 07, 2024Updated: 03:36 PM Mar 07, 2024

অর্ণব আইচ: দীর্ঘ টানাপোড়েনের পর আপাতত সিবিআই হেফাজতে শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। নিজাম প্যালেসে একরাত কাটিয়ে ফেলেছেন তিনি। সূত্রের খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায় এবং গরু পাচার মামলায় বর্তমানে জেলবন্দি অনুব্রত মণ্ডল যে ঘরে ছিলেন, সেখানেই রাখা হয়েছে শাহজাহানকে। সিবিআইয়ের জিম্মায় নাকি হাজারও ‘আবদার’ করছেন সন্দেশখালির বাঘ। বৃহস্পতিবার প্রাতঃরাশে ভাত চান। তবে শেষমেশ ভাত পাননি। পেয়েছেন রুটি ও সবজি। রাতেও রুটি খান তিনি। সূত্রের খবর, সারারাত নাকি দুচোখের পাতা এক করতে পারেননি শাহজাহান।

Advertisement

বুধবার রাতে একপ্রস্থ জেরাও করা হয় শাহজাহানকে। গত ৫ জানুয়ারি ইডি হানার সময় কাকে ফোন করেছিলেন? কী এমন বাড়িতে ছিল যে ইডির উপর হামলা করা হল? এই সমস্ত প্রশ্ন করা হয় শাহজাহানকে। কললিস্ট হাতে নানা প্রশ্ন করা হয় বলেই খবর। তবে কোনও কথা বলেননি। সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের জেরায় নীরবই রয়েছেন সন্দেশখালির ‘বাঘ’। তদন্তে ক্রমাগত অসহযোগিতা করে চলেছেন তিনি। 

[আরও পড়ুন: বেঙ্গালুরুর রেস্তরাঁয় বিস্ফোরণে অভিযুক্তের মাথার দাম ১০ লক্ষ! ঘোষণা NIA-র]

উল্লেখ্য, হেফাজত নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পর বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ অবশেষে শেখ শাহজাহানকে হাতে পায় সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের মতো সন্দেশখালির ‘ত্রাস’কেও নিয়ে যাওয়া হতে পারে দিল্লিতে। সেক্ষেত্রে তাঁর বিরুদ্ধে এখন যে মামলাগুলি রয়েছে, সেগুলি আদালতের অনুমতি নিয়ে দিল্লিতে নিয়ে যেতে হবে। রাজ্যের বাইরে শাহজাহানকে নিয়ে গিয়ে জেরা করা তুলনামূলকভাবে বেশি নিরাপদ, এমন কোনও যুক্তি আদালতে দিতে পারে সিবিআই। এছাড়াও দিল্লিতে নতুন করে শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনও মামলা দায়ের করেও তাঁকে রাজধানীতে নিয়ে গিয়ে জেরা করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও সিবিআইয়ের সূত্র জানিয়েছে, এই বিষয়টি এখনও আলোচনার স্তরে রয়েছে।

[আরও পড়ুন: বাড়ল অঙ্গনওয়াড়ি-আশা কর্মীদের বেতন, ফেসবুকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement