সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পাঠান’ ছবি সুপারহিট হওয়ার পর থেকেই শাহরুখের পরবর্তী ছবি ‘জওয়ানে’র দিকে নজর সকলের। অনুরাগীরা তো ইতিমধ্যেই এই ছবি নিয়ে নানারকম শোরগোল শুরু করে দিয়েছেন। ‘জওয়ান’ ছবির নির্মাতারাও এই ছবিকে নানাভাবে রহস্য তৈরি করতে প্রস্তুত। তাই তো এই ছবি ঘিরে কোনও তথ্যই সেভাবে সামনে আসছে না। তবে এবার বলিউড সূত্র থেকে যে খবর এল, তা কিন্তু হতবাক করার মতো।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, শাহরুখের এই ‘জওয়ান’ নাকি ১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত অমিতাভ বচ্চন অভিনীত ছবি ‘আখরি রাস্তা’ থেকে অনুপ্রাণিত! তবে শুধু তাই নয়, জওয়ান ছবি অনুপ্রাণিত হয়েছে কমল হাসান অভিনীত তামিল ছবি ‘ওরু কাইড়িইন ডায়েরি’ থেকেও।
[আরও পড়ুন: ‘আমার দশ বছর কি ফিরে পাব?’ জিয়া খান মৃত্যু মামলায় নিস্তার পেয়ে প্রশ্ন ‘নির্দোষ’ সূরজের]
শোনা যাচ্ছে, জওয়ান ছবির পরিচালক অ্য়াটলি নাকি সম্প্রতি স্পেশ্য়াল টিপস নেওয়ার জন্য দেখা করেছিলেন অমিতাভের সঙ্গে। এমনকী, অ্যাটলি দেখা করেছিলেন কমল হাসানের সঙ্গেও। তবে সত্যিই কি এই ছবি ‘আখরি রাস্তা’ থেকে অনুপ্রাণিত? এই নিয়ে অবশ্য কোনও মন্তব্য পাওয়া যায়নি ছবির টিমের পক্ষ থেকে।