সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন শাকিব আল হাসান (Shakib Al Hasan)। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান একথা জানিয়েছেন।
অধিনায়ক তামিম ইকবাল হঠাৎই ক্রিকেটকে বিদায় জানানোয় প্রতিবেশি দেশের ক্রিকেটে তৈরি হয় অস্থিরতা। তামিমের জায়গায় লিটন দাসকে ক্যাপ্টেন করা হয়েছিল। পরে তামিম ইকবাল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) সঙ্গে কথা বলার পরেই সিদ্ধান্ত বদল করেন। শাকিবকে ক্যাপ্টেন করা প্রসঙ্গে শুক্রবার নাজমুল বলেন, ”এশিয়া কাপ ও বিশ্বকাপে শাকিবকে অধিনায়ক করা হয়েছে।” বিশ্বকাপ ও এশিয়া কাপের দল ঘোষণা করা হবে অবশ্য শনিবার। এশিয়া কাপের জন্য ১৭ জনের দল ঘোষণা করবেন নির্বাচকরা।
[আরও পড়ুন: বউবাজারে লরেটো স্কুলের সামনে রাসায়নিক গুদামে আগুন, ধোঁয়ায় ঢাকল এলাকা]
বাংলাদেশের ক্রিকেটমহলের খবর অনুযায়ী, অধিনায়কত্বের ব্যাপারটি পুরোদস্তুর নির্ভর করছিল শাকিবের উপর। অর্থাৎ নেতা হওয়ার ব্যাপারে শাকিবই এগিয়েছিলেন। শাকিব ছাড়াও ক্যাপ্টেন হওয়ার দৌড়ে ছিলেন লিটন দাস ও মেহেদি হাসান। কিন্তু নাজমুল হাসান শেষপর্যন্ত জানিয়ে দেন শাকিবের হাতেই উঠছে ক্যাপ্টেনের আর্মব্যান্ড।
[আরও পড়ুন: ‘JU হস্টেল নিয়ে রোমান্টিসিজম ছিল’, স্বপ্নদীপের মৃত্যুর পর বিস্ফোরক আরেক ছাত্র]