সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছিল ছাত্র আন্দোলন। হয়ে গেল 'হাসিনা হঠাও' অভিযান। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা। বঙ্গবন্ধু মুজিবর রহমানের মূর্তি শুধু হাতুড়ি দিয়ে ভাঙাই হয়নি, জেসিপি দিয়ে গুঁড়িয়েও দেওয়া হয়েছে। ইসকন, কালী মন্দিরে ভাঙচুরের অভিযোগ। হিন্দুদের বাড়িতে ঢুকেও নাকি ধ্বংসলীলা চালানো হয়েছে। বাংলাদেশে একের পর এক ঘটনা ঘটে চলেছে। ছাত্র আন্দোলনকে সমর্থন করেছিলেন আজমেরী হক বাঁধন। কিন্তু এবার তিনিই 'বিপ্লবকে কলঙ্কিত' না করার কাতর অনুরোধ জানিয়েছেন। ওদিকে বাংলাদেশের 'তুফান' শাকিব খানও দিয়েছেন বিবৃতি।
বাংলাদেশি সংবাদমাধ্যম 'প্রথম আলো'র প্রতিবেদন অনুযায়ী সাম্প্রদায়িক হিংসার খবরে বেশ উদ্বিগ্ন আজমেরী হক বাঁধন। অবিলম্বে এই হিংসা ও অগ্নিসংযোগ বন্ধ করার ডাক দিয়েছেন তিনি। সবাইকে শান্ত আর্জি জানিয়ে অভিনেত্রী বলেন, "সাম্প্রদায়িক হিংসার খবর গভীরভাবে উদ্বেগজনক এবং তা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। আমাদের কষ্টার্জিত স্বাধীনতা অর্থহীন, যদি আমাদের হিন্দু ভাই-বোন এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণ করা হয়।"
[আরও পড়ুন: বড়পর্দায় ফের অঞ্জন-অপর্ণা জুটি, পরমব্রত পরিচালিত ছবির নামে কালজয়ী গানের স্মৃতি]
এর পরই বাঁধন জানান, তিনি স্বৈরাচারিতার বিপক্ষে। আর সেই কারণেই ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু বর্তমানে যে হিংসাত্মক পরিবেশের সৃষ্টি হয়েছে তাঁর তীব্র বিরোধিতা করে অভিনেত্রী বলেন, "এই বিপ্লব অযৌক্তিক আক্রমণের কারণে কলঙ্কিত হতে দেওয়া যাবে না।" বিক্ষোভকারীদের শান্ত হওয়ার অনুরোধ করেন নায়িকা। যাতে বাংলাদেশ উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে।
অভিনেতা শাকিব খান লেখেন, "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত সবার চাওয়া পূরণ হয়েছে। জয় পেয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। কিন্তু এই জয়ের আনন্দ যেন আমাদের দেশের প্রতি, দেশের মানুষের প্রতি ভালোবাসা আর দায়বদ্ধতা ম্লান করে না দেয়। এই মুহূর্তে আমাদের সবার আরও বেশি সহানুভূতিশীল হতে হবে। মনে রাখতে হবে - সবার আগে দেশ, দেশের মানুষ, দেশের ভাবমূর্তি এবং দেশের সম্পদ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষ যেন নিরাপদে থাকে এবং দেশের সম্পদ সুরক্ষিত থাকে - আসুন আমরা সেই চেষ্টা চালিয়ে যাই। এটা আমাদের নৈতিক, সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ব।"