shono
Advertisement

পওয়ারের আগমনে চাপে শিণ্ডে, ইস্তফা নিয়ে জল্পনা, কী বলছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী?

এনসিপি নেতাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে শরদ পওয়ার।
Posted: 05:21 PM Jul 06, 2023Updated: 06:25 PM Jul 06, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলীয় প্রতীক নিয়ে ভাইপো অজিত পওয়ারের (Ajit Pawar) সঙ্গে বিবাদের মধ্যেই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু করেছেন শরদ পওয়ার (Sharad Pawar)। দিল্লিতে তাঁর বাসভবনেই বৈঠক চলছে বলে জানা গিয়েছে। অন্যদিকে মহারাষ্ট্রের (Maharashtra) মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে (Eknath Shinde) সাফ জানিয়েছেন, তিনি পদত্যাগ করবেন না। বিরোধীদের একাংশ দাবি করেছিলেন, শিণ্ডেকে সরিয়ে অজিত পওয়ারকে মুখ্যমন্ত্রী করা হতে পারে। তবে যাবতীয় জল্পনায় জল ঢেলে দিয়েছে শিব সেনার (Shiv Sena) শিণ্ডে শিবির।

Advertisement

সূত্র মারফত জানা গিয়েছিল, ভাঙন ধরছে শিণ্ডে শিবিরে। উপমুখ্যমন্ত্রী পদে অজিত পওয়ারের শপথগ্রহণ ঘিরেই মতবিরোধ হচ্ছে বিধায়কদের মধ্যে। সেই ঝামেলা সামাল দিতেই মুখ্যমন্ত্রীর সূচি বাতিল করে দেন একনাথ শিণ্ডে। তড়িঘড়ি নিজের বাসভবনে বিধায়কদের ডাকেন তিনি। বৈঠকের পরের দিনই সাংবাদিকদের মুখোমুখি হন শিণ্ডে শিবিরের নেতা উদয় সামন্ত। সেখানেই তিনি দাবি করেন, মহারাষ্ট্র সরকার থেকে সরে আসার কোনও পরিকল্পনা নেই শিব সেনার।

[আরও পড়ুন: প্রেমে প্রত্যাখ্যান, অস্ট্রেলিয়ায় ভারতীয় বংশোদ্ভূত ছাত্রীকে জ্যান্ত কবর দিল যুবক!]

সাংবাদিক বৈঠকে সামন্ত বলেন, “আমরা ইস্তফা দিই না, অন্যদের পদত্যাগপত্র গ্রহণ করি। নেতা হিসাবে একনাথ শিণ্ডে ধৈর্য্য ধরে সকলকে নিয়ে এগিয়ে যেতে চান। কিন্তু দলের সকল সাংসদ-বিধায়কদের সমর্থন রয়েছে শিণ্ডের দিকেই। আসলে মুখ্যমন্ত্রীর গায়ে কাদা ছেটানোর জন্য বিরোধীরা দলের মধ্যে ভাঙনের কথা রটাচ্ছে।” সামন্তের সাফ দাবি, তাঁদের কাছে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তাই মহারাষ্ট্র সরকারে ভাঙনের কোনও সম্ভাবনা নেই। একনাথ শিণ্ডেও সাফ জানিয়েছেন, “অজিত পওয়ার যোগ দেওয়ার ফলে মহারাষ্ট্রের সরকার আরও শক্তিশালী হয়েছে।

অন্যদিকে, দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মধ্যেই নেতাদের নিয়ে বৈঠকে বসেছেন মারাঠা স্ট্রংম্যান শরদ পওয়ার। ইতিমধ্যেই তাঁর দলের তরফে নির্বাচন কমিশনের কাছে ক্যাভিয়েট জমা দেওয়া হয়েছে। এনসিপির প্রতীক নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত না নিতে অনুরোধ করা হয়েছে কমিশনের কাছে। শক্তি পরীক্ষার দৌড়ে অবশ্য অনেকখানি পিছিয়ে পড়ছেন তিনি। 

[আরও পড়ুন: ফেটেছে কপাল, মার্কিন মুলুকে শুটিং করতে গিয়ে রক্তাক্ত ঋতাভরী চক্রবর্তী!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement