shono
Advertisement
Sharad Pawar

'আয় নয়, আত্মহত্যাই দ্বিগুণ হয়েছে', কৃষক অস্ত্রে শান দিয়ে মোদিকে তোপ পওয়ারের

আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে 'কৃষক' অস্ত্রে শান দিলেন পাওয়ার।
Published By: Amit Kumar DasPosted: 06:56 PM Aug 11, 2024Updated: 06:56 PM Aug 11, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'দেশের কৃষকদের আয় দ্বিগুণ হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু বাস্তবে আয় নয়, আত্মহত্যা দ্বিগুণ হয়েছে।' ঠিক এভাবেই মোদিকে আক্রমণ শানালেন এনসিপি প্রধান শরদ পওয়ার। পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্র থেকে বিজেপি সরকারকে সরাতে 'কৃষক' ও 'বেকারত্ব'-এর অস্ত্রে শান দিলেন পাওয়ার।

Advertisement

লোকসভার পর বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গিয়েছে মহারাষ্ট্রে। লোকসভায় সাফল্যের পর চলতি বছরে বিধানসভা নির্বাচনে বিজেপি জোটকে পর্যুদস্ত করতে কোমর বেঁধে নেমে পড়েছে মহাবিকাশ আঘাড়ি। কৃষক অধ্যুষিত মারাঠাভূমে এনডিএকে হারাতে অন্নদাতাদের মন পেতে চেষ্টার ত্রুটি রাখছেন না শরদ-উদ্ধবরা। সেই লক্ষ্যেই রবিবার মহারাষ্ট্রের সোলাপুর জেলায় এক জনসভায় উপস্থিত হয়ে পওয়ার বলেন, ''দেশের কৃষকরা যা উৎপাদন করছেন তার পর্যাপ্ত মূল্য পাচ্ছেন না। যার জেরে দেনায় ডুবে যাচ্ছেন অন্নদাতারা। আমাদের প্রধানমন্ত্রী দেশের কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বাস্তবে দেখা আয় বাড়ার পরিবর্তে কৃষকদের আত্মহত্যা দ্বিগুণ আকার নিয়েছে।

[আরও পড়ুন: অগ্নিকাণ্ড? আতঙ্কে হাওড়া-অমৃতসর মেল থেকে লাফ যাত্রীদের, আহত বহু]

এর পরই জনতার উদ্দেশে শরদের বার্তা, রাজ্যে এই সরকারকে অবিলম্বে পরিবর্তন করে এমন একটি সরকার আনতে হবে যারা কৃষক, যুব সম্প্রদায় ও মহিলাদের স্বার্থরক্ষা করবে। একইসঙ্গে প্রাক্তন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী বলেন, রাজ্যে বিজেপি সরকার চাইলে কৃষকদের কষ্ট দূর করার পাশাপাশি যুব সম্প্রদায়কে রোজগারের ব্যবস্থা করতে পারে। কিন্তু এরা চায় না সব কিছু স্বাভাবিক হোক। আজ গোটা রাজ্যে বেকারত্ব চরম আকার নিয়েছে। আমাদের অন্নদাতারা কষ্টে রয়েছেন। ফলে এই সরকার পালটাতে হবে।

[আরও পড়ুন: মণিপুরে প্রাক্তন বিধায়কের বাড়িতে বোমা, মর্মান্তিক মৃত্যু বিজেপি নেতার স্ত্রীর]

একইসঙ্গে লোকসভা নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরে পওয়ার বলেন, "এবারের লোকসভা নির্বাচনে ৪০০ পারের স্লোগান তুলেছিল বিজেপি। কিন্তু বাস্তবে তারা ৩০০ আসনও পায়নি। অন্ধ্রপ্রদেশ ও বিহারের দুই দলের সাহায্যে কোনওমতে সরকার গঠন করতে পেরেছে। এখন সময়ের দাবি এটাই, যে কৃষকদের ঋণ মুকুব করা হোক এবং তাঁদের মাথার উপর থেকে দেনার বোঝা সরানো হোক। আমি নিজেও কৃষি মন্ত্রক সামলেছি। ফলে আমি জানি সরকার চাইলেই এটা করতে পারে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'আয় নয়, আত্মহত্যা দ্বিগুণ হয়েছে', মোদির প্রতিশ্রুতি তুলে ধরে তাঁকেই তোপ শরদ পওয়ারের।
  • বিজেপি সরকারের কাছে কৃষিঋণ মুকুবের দাবি তুললেন এনসিপি প্রধান।
  • মহারাষ্ট্রে বেকারত্ব ইস্যুতেও বিজেপি সরকারকে একহাত নিলেন পওয়ার।
Advertisement