সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলবিরোধী কার্যকলাপের জেরে বহিষ্কার করা হয়েছিল৷ খারিজ হয়ে গিয়েছিল রাজ্যসভার সাংসদ পদও৷ জনতা দলের (ইউনাইটেড) সঙ্গে সবরকম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল৷ কিন্তু রাজনীতির অঙ্কে সুযোগমতো সব শূন্য আবার পূর্ণ হয়ে ওঠে৷ শরদ যাদবের ক্ষেত্রেও তেমন অঙ্কই প্রযোজ্য হল৷ বিজেপি বিরোধী লড়াই তাঁর অভিজ্ঞতায় আস্থা রেখে প্রার্থী করল আরজেডি৷ শরদ যাদব লড়বেন আসন্ন লোকসভা নির্বাচনে৷
উপত্যকায় নিষিদ্ধ ইয়াসিন মালিকের জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট
বিজেপিকে রুখতে এবার বিহারে মহাজোট করেছে অন্যান্য আঞ্চলিক দলগুলি৷ শুক্রবার তাঁরা ৪০টি আসনে নিজেদের প্রার্থীতালিকা প্রকাশ করল৷ আরজেডি ২০টি আসনে লড়ছে৷ কংগ্রেস প্রার্থী দেবে ৯টি আসনে৷ উপেন্দ্র কুশাওয়াহার নতুন দল আরএলএসপি ৫টি আসন, ভিআইপি ৩টি এবং হিন্দুস্তান আওয়াম মোর্চা লড়বে ৩টি আসনে৷ মাত্র ১টি আসন ছাড়া হয়েছে বামেদের৷ বেগুসরাইয়ে প্রার্থী হিসেবে নাম উঠছিল জেএনইউ-র জনপ্রিয় ছাত্রনেতা কানহাইয়া কুমার৷ কিন্তু তা না হওয়ায় প্রার্থীতালিকা ঘোষণা হওয়ার পর চূড়ান্ত অসন্তোষ দেখা গেল সিপিআই-তে৷ জোট ছাড়তে সুর চড়ালেন কানহাইয়া কুমার৷ সিপিআই সাধারণ সম্পাদক সুধাকর রেড্ডি জানিয়েছেন, ‘আমরা আরজেডি প্রধান কারাবন্দি লালুপ্রসাদ যাদবের সঙ্গে সরাসরি কথা বলে সবটা ঠিক করেছিলাম৷ কিন্তু বাস্তবে জোটধর্ম পালন করা হয়নি৷ লালুর বদলে আপাতত তেজস্বী যাদব আরজেডি-র দায়িত্বে৷ কিন্তু তিনি যা করলেন, তাতে আমরা বিস্মিত৷’
দু’দিন পর গভীর নলকূপ থেকে উদ্ধার ১৮ মাসের শিশু
তবে আরজেডি সূত্রে খবর অন্য৷ তেজস্বী যাদব মোটেই কানহাইয়া কুমারকে পছন্দ করছেন না৷ কারণ, জোট সংক্রান্ত আলোচনার সময় বেশ কয়েকবার কানহাইয়াকে ফোন করেছিলেন তেজস্বী৷ কিন্তু তিনি সেভাবে আগ্রহ দেখাননি৷ তাই যথারীতি প্রার্থীতালিকা থেকে বাদ পড়েছেন তরুণ সিপিআই নেতা৷ আর বেগুসরাই, যা নাকি বিহারের লেনিনগ্রাদ বলে সুপরিচিত, বাস্তব পরিস্থিতি বিবেচনা করে সেখানে একজন সংখ্যালঘু প্রার্থীকে দাঁড় করানোর সিদ্ধান্ত নিয়েছে জোটের সবচেয়ে বড় শরিক আরজেডি৷ তানভির হাসান নামে এক যুবনেতার নাম ভাবা হচ্ছে৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়ান ইজ টু ওয়ান ফর্মুলা মেনেই বিহারে বিজেপি বিরোধী জোট করে লড়ছে৷ কিন্তু সেখানেও জোটে খানিক চিড় ধরল বামফ্রন্টের তরফে৷
The post বিহারে আরজেডির টিকিটে লড়বেন শরদ যাদব, জোটের তালিকা থেকে বাদ কানহাইয়া appeared first on Sangbad Pratidin.