সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর সাধের দল আর তাঁর নেই। নেই দলের প্রতীক ঘড়িও। লোকসভা নির্বাচনের আগে আগে নতুন প্রতীক পেলেন শরদ পওয়ার। লোকসভায় মারাঠা স্ট্রংম্যানের দল এনসিপি শরদচন্দ্র পওয়ার লড়বে ‘তূর্য (শিঙা) বাদক ব্যক্তি’ প্রতীক নিয়ে।
গত বছরের মাঝামাঝি সময়ে এনসিপিতে গোষ্ঠী কোন্দল চরমে পৌঁছায়। সদলবলে শরদ পওয়ারের (Sharad Pawar) এনসিপি থেকে বেরিয়ে বিজেপির হাত ধরেন ভাইপো অজিত পওয়ার। মহারাষ্ট্র মন্ত্রিসভায় যোগ দেন এনসিপির ৯ বিধায়ক। অজিত নিজে উপমুখ্যমন্ত্রী হন। ক্ষুব্ধ শরদ অজিত শিবিরের একাধিক নেতাকে বরখাস্ত করেন। দাবি করেন, আসল এনসিপি তাঁরাই। বিষয়টি গড়ায় নির্বাচন কমিশন পর্যন্ত।
[আরও পড়ুন: ‘এমন সত্যি যা শিহরিত করে’, সন্দেশখালির নির্যাতিতাদের নিয়ে তথ্যচিত্র প্রকাশ বিজেপির]
নির্বাচন কমিশন (Election Commission) গত ৬ ফেব্রুয়ারি জানিয়ে দিয়েছে, অজিত পওয়ারের নেতৃত্বাধীন শিবিরই আসল এনসিপি। ‘এনসিপি’ নাম এবং নির্বাচনী প্রতীক ‘ঘড়ি’ ব্যবহারের অধিকার পাবে অজিতের গোষ্ঠী। তখনই ঠিক হয়ে যায় শরদ পওয়ারের নেতৃত্বাধীন শিবিরের নাম হবে এনসিপি (শরদচন্দ্র পওয়ার)। এবার সেই শিবিরকে প্রতীক দিল ‘তূর্য (শিঙা) বাদক ব্যক্তি’। নির্বাচন কমিশনের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন শরদ পওয়ার। শীর্ষ আদালতের নির্দেশ না আসা পর্যন্ত এই প্রতীকেই লড়তে হবে পওয়ার শিবিরকে।
[আরও পড়ুন: নিয়ন্ত্রণরেখায় ‘জয় শ্রীরাম’ ধ্বনি চিনা জওয়ানদের! ভাইরাল ভিডিও]
উল্লেখ্য, এনসিপির (NCP) শরদ পওয়ার শিবির ইন্ডিয়া জোটের অংশ। মহারাষ্ট্রে কংগ্রেস এবং শিব সেনার উদ্ধব শিবিরের সঙ্গে জোট করে লড়তে চলেছে তাঁরা। প্রাথমিকভাবে খবর, মহারাষ্ট্রের ৪৮ আসনের মধ্যে ৮-১০টি আসনে লড়তে পারে শরদ পওয়ার শিবির। সবকটি আসনেই তাঁদের লড়তে হবে নয়া প্রতীকে।