সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে লাগাতার রক্তক্ষরণের পর, আশা করা হচ্ছিল সোমবার ঘুরে দাঁড়াবে বাজার। বাজার খোলার পর শুরুতে সবুজ সংকেত দিলেও, দিন শেষে যুদ্ধের চক্রব্যূহেই বন্দি হল দালাল স্ট্রিট। ৬৩৮ পয়েন্ট নেমে ৮১ হাজার ৫০-এ বন্ধ হল বাজার। বেহাল অবস্থা দেখা গিয়েছে নিফটিতেও। ২১৮ পয়েন্ট নেমেছে নিফটির সূচক।
ইজরায়েল ও ইরান যুদ্ধ আবহে গত দু বছরের মধ্যে শেয়ার বাজারের সবচেয়ে খারাপ অবস্থা দেখা যায় গত সপ্তাহে। লাগাতার নিচের দিকে নামতে থাকে সেনসেক্স ও নিফটির সূচক। তবে দেশব্যাপী উৎসবের আবহে সোমবার বাজার খোলার পর সকাল ৯টা ১৭ নাগাদ এক লাফে ৪১২ পয়েন্ট বেড়ে সেনসেক্স পৌঁছে যায় ৮২ হাজার ১০০তে। একই ভাবে ১২১ পয়েন্ট অর্থাৎ ০.৪৮ শতাংশ বেড়ে নিফটি ছুঁয়ে ফেলে ২৫ হাজার ১৩৫-এর অঙ্ক। তবে এ সাফল্য দীর্ঘস্থায়ী হয়নি। এর থেকে ধাপে ধাপে নামতে থাকে বাজার। একটা সময় ৮০০ পয়েন্ট পড়ে যায় সেনসেক্সের সূচক।
সাড়ে ৩টে নাগাদ বাজার বন্ধ হওয়ার সময় দেখা যায়, সেনসেক্স ৬৩৮ পয়েন্ট নেমে পৌঁছে গিয়েছে ৮১ হাজার ৫০-এ। নিফটি ২১৮ পয়েন্ট নেমে দাঁড়িয়েছে ২৪ হাজার ৪৪৯-এ। তবে এই খারাপ অবস্থাতেও বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে, ফিনোলেক্স, সিজি পাওয়ার, অ্যাস্ট্রেজেনেকা, ব্লু ডার্টের মতো শেয়ার গুলিতে। অন্যদিকে, সবচেয়ে খারাপ অবস্থা দেখা গিয়েছে কোল ইন্ডিয়া, ওএনজিসি, আদানি পোর্ট, টাইটানের মতো শেয়ারে।
বাজারের এই খারাপ অবস্থার কারণ হিসেবে স্পষ্টভাবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। এছাড়াও ক্রুড ওয়েলের দাম বৃদ্ধি, মার্কিন শেয়ার বাজার ওয়াল স্ট্রিটের পতনকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা।