shono
Advertisement

১৪ বছর বাদে বাংলা সিনেমায় শর্মিলা ঠাকুর, থাকছেন ঋতুপর্ণা সেনগুপ্তও

কার হাত ধরে এত বছর পর বাংলা সিনেমায় প্রত্যাবর্তন শর্মিলার?
Posted: 06:58 PM Sep 01, 2023Updated: 06:58 PM Sep 01, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বরাবরই চিত্রনাট্য বেছে কাজ করা পছন্দ শর্মিলা ঠাকুরের (Sharmila Tagore)। অবশ্য, যে নায়িকা সত্যজিৎ রায়ের হাত ধরে সিনেসংসারে পা রেখেছিলেন, সেই ‘অপর্ণা’ যে চরিত্র কিংবা গল্প নির্বাচনের ক্ষেত্রে খুঁতখুঁতে হবেন, সেটাই স্বাভাবিক। সম্প্রতি অভিনেত্রী ওটিটি প্ল্যাটফর্মে ডেবিউ করেছেন গুলমোহরের হাত ধরে। আর এবার ১৪ বছর বাদে বাংলা ছবিতে প্রত্যাবর্তন শর্মিলা ঠাকুরের।

Advertisement

২০০৯ সালে অনিরুদ্ধ রায়চৌধুরির ‘অন্তহীন’ সিনেমায় অভিনয় করেছিলেন প্রবীণ অভিনেত্রী। সেই শেষবার সিনেপর্দায় বাংলা সংলাপ বলতে শোনা গিয়েছিল শর্মিলাকে। এবার ‘কাবুলিওয়ালা’ পরিচালক সুমন ঘোষের ছবি দিয়ে বাংলা ছবিতে প্রত্যাবর্তন করছেন তিনি। সিনেমার নাম- ‘পুরাতন’।

[আরও পড়ুন: শাহরুখের ভয়ে কাঁটা ‘দক্ষিণী’ প্রভাস! ‘জওয়ান’-এর হুঙ্কারে পিছল ‘সালার’?]

প্রসঙ্গত, এই ছবিতে শর্মিলা ঠাকুরের সঙ্গে স্ক্রিনস্পেস শেয়ার করতে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকেও (Rituparna Sengupta)। উপরন্তু, ‘পুরাতন’-এর প্রযোজকও অভিনেত্রী। ঋতুপর্ণার ‘ভাবনা আজ ও কাল’-এর ব্যানারেই তৈরি হবে এই ছবি। থাকছেন ইন্দ্রনীল সেনগুপ্তও। এক মা-মেয়ের সম্পর্কের প্লট নিয়েই ‘পুরাতন’-এর গল্প সাজিয়েছেন পরিচালক সুমন ঘোষ। মায়ের ভূমিকায় শর্মিলা এবং মেয়ের চরিত্রে ঋতুপর্ণাকে দেখা যাবে। আর মেয়ের স্বামীর ভূমিকায় থাকছেন ইন্দ্রনীল।

উল্লেখ্য, সম্প্রতি ইন্দ্রাশীষ আচার্যর ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন ঋতুপর্ণা-ইন্দ্রনীল। শোনা যাচ্ছে, মিঠুন চক্রবর্তীর সঙ্গে ‘কাবুলিওয়ালা’ ছবির শুটিং শেষ করেই শর্মিলা ঠাকুরকে নিয়ে ‘পুরাতন’-এর কাজে হাত দেবেন সুমন ঘোষ। চলতি বছরের শেষের দিকে শুরু হবে শুটিং।

[আরও পড়ুন: গুমরে থাকা সম্পর্কের চক্রব্যূহে অঞ্জন-মমতা ও যিশু-পাওলি, দেখুন ‘পালান’-এর টিজার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement