shono
Advertisement

ভারতে মুসলিমদের তুলনায় গরু বেশি সুরক্ষিত, শশী থারুরের টুইটে বিতর্ক

শশী থারুরকে সমর্থন সীতারাম ইয়েচুরির৷ The post ভারতে মুসলিমদের তুলনায় গরু বেশি সুরক্ষিত, শশী থারুরের টুইটে বিতর্ক appeared first on Sangbad Pratidin.
Posted: 04:04 PM Jul 22, 2018Updated: 04:34 PM Jul 22, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  বিতর্ক যেন কিছুতেই তাঁর পিছু ছাড়ছে না৷ বেফাঁস মন্তব্য করে আবারও বিপাকে জড়ালেন কংগ্রেস নেতা শশী থারুর৷ গরু পাচারকারী সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের ঘটনায় তোলপাড় রাজস্থানের আলওয়ার৷ এবার এই ইস্যুতে মুখ খুললেন তিনি৷ শশী থারুর টুইটে লেখেন, আমাদের দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষের থেকেও অনেক বেশি সুরক্ষিত গরু৷ বিজেপিকে আক্রমণ করতে গিয়ে তিনি ধর্মীয় ভেদাভেদ তৈরি করার চেষ্টা করছেন বলে অভিযোগ বিজেপি নেতৃত্বের৷ যদিও শশী থারুরের পাশে দাঁড়িয়েছেন সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি৷

Advertisement

[ কাশ্মীরের কুলগামে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ ৩ জঙ্গি ]

শুক্রবার রাতে রাজস্থানের আলওয়ারে আকবর খান ওরফে রাখবর নামে এক ব্যক্তি গরু নিয়ে যাচ্ছিলেন৷ তাঁর সঙ্গে ছিলেন আরও একজন৷ কিন্তু রাস্তার মাঝেই পাশের গ্রামের বাসিন্দারা তাঁদের পথ আটকায়৷ অভিযোগ, গ্রামেরই ৬-৭ জন বাসিন্দা ঘিরে ধরে তাঁদের৷ গরু পাচারকারী সন্দেহে শুরু হয় ব্যাপক মারধর৷ মারের চোটে রাস্তাতেই লুটিয়ে পড়েন আকবর ও তাঁর সঙ্গী৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে পৌঁছাতে রাস্তাতেই মারা যান আকবর৷ তাঁর সঙ্গীকে হাসপাতালে ভরতি করা হয়েছে৷ শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে৷

[ সুখবর, জিএসটি থেকে ছাড় পাচ্ছে স্যানিটারি ন্যাপকিন ]

গরু পাচারকারী সন্দেহে গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় টুইটে বিজেপিকে আক্রমণ করেন শশী থারুর৷ বিজেপির উদ্দেশ্যে তাঁর প্রশ্ন, সাম্প্রদায়িক ভেদাভেদ ঘুচে গিয়েছে বলে কেন দলীয় নেতারা দাবি করেন? তিনি টুইটে লেখেন, আসল সত্যি হল আমাদের দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষের থেকে গরুরা অনেক বেশি সুরক্ষিত৷ এর আগেও বিজেপি ‘হিন্দু পাকিস্তান’ তৈরি করবে বলে মন্তব্য করেছিলেন শশী থারুর৷ আবারও কংগ্রেস নেতার টুইটে উঠেছে বিতর্কের ঝড়৷ বিজেপির পালটা অভিযোগ, ধর্মীয় ভেদাভেদের রাজনীতি করছে কংগ্রেস নেতা৷

[মোদির জনপ্রিয়তার কমাতেই গণপিটুনির ঘটনা, বিস্ফোরক মন্ত্রী]

[২০১৯-এ ক্ষমতায় এলে ভারতকে ‘হিন্দু পাকিস্তান’ তৈরি করবে বিজেপি: শশী থারুর]

এদিকে গণপিটুনির ঘটনায় পরিসংখ্যান দিয়ে সীতারাম ইয়েচুরির দাবি, গত বছরের এপ্রিল থেকে চলতি মাস পর্যন্ত ৪৬ জনের প্রাণহানি ঘটেছে৷ মৃতদের মধ্যে বেশিরভাগই দলিত ও মুসলিম সম্প্রদায়ের মানুষ৷ কিন্তু কেন্দ্র সরকার ব্যবস্থা নেওয়ার কথা বললেও, তা নিতে পারছে না৷ এই যুক্তি দেখিয়েই শশী থারুরের মন্তব্যকে সমর্থন জানান তিনি৷       

The post ভারতে মুসলিমদের তুলনায় গরু বেশি সুরক্ষিত, শশী থারুরের টুইটে বিতর্ক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement