সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরলে আটকে থাকা বাংলার পরিযায়ী শ্রমিকদের আশ্বস্ত করলেন তিরুবনন্তপুরমের সাংসদ তথা কংগ্রেস নেতা শশী থারুর (Shashi Tharoor)। বাংলার শ্রমিকদের বোঝার সুবিধার্থে সাবলীল বাংলায় বললেন তিনি। বোঝালেন, এই পরিস্থিতিতে রাজ্যে ফিরে যাওয়া সম্ভব নয়। তাই যে যেখানে আছেন, সেখানেই থাকুন। কেরলের জনতা আপনাদের পাশে আছে।
প্রতিবছর বাংলা থেকে বহু মানুষ কেরলে ঠিকা শ্রমিকের কাজ করতে যান। এ বছরও তাঁর ব্যতিক্রম হয়নি। কিন্তু করোনা রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ২১ দিনের লকডাউন ঘোষণা করতেই দুর্বিষহ হয়ে উঠেছে এদের জীবন। কাজ খুইয়ে, অস্থায়ী বাসস্থান খুইয়ে দিশেহারা হয়ে উঠেছেন এই ঠিকা শ্রমিকরা।লকডাউনের সময় কারও সাহায্য পাওয়ার প্রত্যাশাও নেই। বাড়ি ফিরে প্রিয়জনকে দেখার সাধ, পেটপুরে একবেলা খাওয়ার ইচ্ছা এদের মরিয়া করে দিয়েছে। অনেককেই দেখা গিয়েছে স্বাস্থ্য সচেতনতার বিধি-নিষেধ অমান্য করে রাস্তায় নামতে। যা বিপজ্জনক। ইতিমধ্যেই কেরল সরকার এই ধরনের শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দিয়েছে। এবার কেরলের বিরোধী শিবিরের অন্যতম মুখ শশী থারুরও এদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন।
[আরও পড়ুন: নিজামুদ্দিনের জমায়েত থেকে করোনা হতে পারে ৯ হাজার জনের! উদ্বেগে কেন্দ্র]
বাংলার শ্রমিকদের উদ্দ্যেশে কংগ্রেস সাংসদ বললেন, “নমস্কার, আমি শশী থারুর বলছি, তিরুবনন্তপুরমের সাংসদ। বাংলা থেকে এখানে আসা সব ভাই, বন্ধুদের বলতে চাই, আমি জানি যে আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে আছেন। কিন্তু আপনাদের বুঝতে হবে, এই সময় আপনাদের বাংলায় ফিরে যাওয়া সম্ভব নয়। সব রাজ্যের সীমানা বন্ধ আছে। কেরল সরকার এবং আমরা আপনাদের আশ্বাস দিচ্ছি, আপনারা খাবার, জল, সব পাবেন। আপনাদের আবেদন করছি, যে যেখানে আছেন, সেখানেই থাকুন। কেরলের মানুষ আপনাদের পাশে আছে।” টুইটারে পোস্ট করা কংগ্রেস সাংসদের বার্তা আটকে থাকা শ্রমিক পর্যন্ত পৌঁছাবে কিনা জানা নেই। তবে, শশী থারুরের ঝরঝরে বাংলা শুনে মুগ্ধ নেটদুনিয়া।
The post ‘পাশে আছি’, কেরলে আটকে পড়া শ্রমিকদের বাংলায় বার্তা শশী থারুরের appeared first on Sangbad Pratidin.