shono
Advertisement

নেহেরুর জন্যই চা-ওয়ালা প্রধানমন্ত্রী হয়েছেন, মোদিকে কটাক্ষ থারুরের

পালটা তোপ বিজেপির৷ The post নেহেরুর জন্যই চা-ওয়ালা প্রধানমন্ত্রী হয়েছেন, মোদিকে কটাক্ষ থারুরের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:57 AM Nov 14, 2018Updated: 09:57 AM Nov 14, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘শিবের মাথায় বসে থাকা বিছে’ বলে আগেও বিতর্কে জড়িয়েছেন তিনি৷ কিন্তু কোনও ভাবেই নিজের স্বভাবের পরিবর্তন করেননি৷ ফলে আবার বেলাগাম কংগ্রেস শীর্ষ নেতা শশী থারুর৷ প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠানে হাজির হয়ে আবারও বর্তমান প্রধানমন্ত্রীকে মোদিকে কটাক্ষ করলেন তিনি৷ এবার বললেন, ”প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্যই আজ একজন চা-ওয়ালা আজ প্রধানমন্ত্রী হতে পেরেছেন৷”

Advertisement

[মুম্বইয়ে ২৯৩টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার, গ্রেপ্তার ২]

বুধবার, ১৪ নভেম্বর সমগ্র দেশজুড়ে পালিত হচ্ছে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্মদিবস৷ শিশুদের সঙ্গে ছিল তাঁর আত্মিক সম্পর্ক৷ তাই দিনটি শিশু দিবস হিসাবেও পালিত হয়৷ এই উপলক্ষেই রাজধানীতে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রাক্তন এই কেন্দ্রীয় মন্ত্রী৷ সেখানে দেশের প্রথম প্রধানমন্ত্রীর অবদান তুলে ধরেন তিনি৷ দেশের অগ্রগতিতে তাঁর অবদানের কথা সকলকে শোনান কেরলের তিরুবনন্তপুরমের এই সাংসদ৷ এরপরই নেহেরুকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে থাকা বিভিন্ন ভ্রান্ত তথ্যের বিষয়ে উষ্মা প্রকাশ করেন শশী থারুর৷ বলেন এসব “অবিশ্বাসযোগ্য মিথ্যা”৷ নেহেরুকে ভারতমাতার ‘গ্রেট সন’ বলে সম্বোধন করে, তাঁর বিরুদ্ধে এমন মিথ্যা প্রচারের কোনও প্রয়োজন নেই বলে দাবি করেন তিনি৷ এই অনুষ্ঠানে মঞ্চেই তিনি কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷ কংগ্রেসের এই শীর্ষ নেতা বলেন, “আজ একজন চা-ওয়ালা প্রধানমন্ত্রী হয়েছেন, তা কেবলমাত্র নেহেরুজির জন্যই সম্ভব হয়েছে৷ তিনি এমন একটা প্রাতিষ্ঠানিক পরিকাঠামো তৈরি করেছেন, যাতে যেকোনও দেশবাসী সবচেয়ে উপরের আসনে বসার স্বপ্ন দেখতে পারেন৷” এই মন্তব্যের পরই থারুরকে পালটা কটাক্ষ করে বিজেপি৷ টুইট করে তাঁরা বলে, “…নেহেরুই হল আসল কারণ যার জন্য মনুষ্যত্ব বেঁচে রয়েছে৷ তাই তাঁর অবদানের সঙ্গে অন্য কিছুর তুলনা করবেন না৷”  

[মহাজোটের রণকৌশল রচনায় মমতার সাহায্য নিতে কলকাতায় চন্দ্রবাবু]

সম্প্রতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে ‘শিবের মাথায় বসে থাকা বিছে’ বলেছিলেন শশী থারুর। এরপরই তাঁর উপর বেজায় চটেছিলেন বিজেপি নেতারা। এই মন্তব্যের জন্য থারুরের ক্ষমা চাওয়া উচিত বলে জানান অনেকেই। যদিও বিজেপি নেতাদের দাবিতে কোনও রকমের কর্ণপাত করেননি থারুর৷ এরপরই থারুরের বিরুদ্ধে মানহানির মামলা করেন দিল্লির বিজেপি নেতা রাজীব বব্বর। হিন্দুদের ভাবাবেগে আঘাত করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে থারুর এই মন্তব্য করেছেন বলে অভিযোগ করেন তিনি৷ ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ এবং ৫০০ ধারায় শীর্ষ কংগ্রেস নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অভিযোগ প্রমাণিত হলে কমপক্ষে দু’‌বছরের জেল হওয়ার সম্ভাবনা রয়েছে শশী থারুরের৷

The post নেহেরুর জন্যই চা-ওয়ালা প্রধানমন্ত্রী হয়েছেন, মোদিকে কটাক্ষ থারুরের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement