সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শালিমার স্টেশনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ শেড। শেড ভেঙে পড়ায় ছিঁড়ে গিয়েছে ওভারহেডের তার। সেই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন হয়েছেন এক শ্রমিক।জানা গিয়েছে, এদিনের দুর্ঘটনায় আহত হয়েছন মোট ৬ জন শ্রমিক। তাঁদের মধ্যে ২ শ্রমিকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন: দুর্গাপুজোয় ‘বঙ্গপ্রয়াস’-এর প্রচার ভিডিওতে সম্প্রীতির বার্তা, মন ছুঁয়েছে সবার
জানা গিয়েছে, কিছুদিন ধরেই শেডটি নির্মাণের কাজ চলছিল। সেই শেডের নিচেই থাকতেন ৬ জন নির্মাণ শ্রমিক। সোমবার দুপুরে হঠাৎ বিকট শব্দে ভেঙে পড়ে নির্মীয়মাণ শেডটি। পাশে থাকা বিদ্যুতের খুঁটির উপর কংক্রিটের শেডটি পড়ায় ছিঁড়ে যায় ওভারহেডের তার। সেই সময় শেডের নিচেই ছিলেন ওই ৬ জন শ্রমিক। গুরুতর আহত হয়েছেন তাঁদের মধ্যে ২ জন। বর্তমানে তাঁরা কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন। সূত্রের খবর, ইতিমধ্যেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে শুরু হয়েছে উদ্ধারকাজ। দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস মিলেছে রেলের তরফে।
ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ সময় পেরিয়ে যাওয়ার পর উদ্ধার কাজে হাত লাগিয়েছে রেল। কেন এই দেরি, এই অভিযোগ তুলেই স্টেশন ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। রেলের তরফে জানানো হয়েছে, “শেডের নিচে মোট ৬ জন শ্রমিক ছিলেন। তাঁদের মধ্যে একজন শেড চাপা পড়ে গুরুতর জখম হয়েছেন। প্রাণ বাঁচাতে পালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আরও এক শ্রমিক। আহত হয়েছেন আরও কয়েকজন।” কিন্তু এখনও ওই শেডের নিচে কেউ আটকে রয়েছেন কি না তা জানা যায়নি। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে রেল।
আরও পড়ুন: সত্যি হল জল্পনা! অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিচ্ছেন সব্যসাচী
The post শালিমার স্টেশনে হুড়মুড়িয়ে ভাঙল শেড, ২ শ্রমিকের মৃত্যুর আশঙ্কা appeared first on Sangbad Pratidin.