shono
Advertisement
Shiboprosad Mukherjee

পিছিয়ে যাচ্ছে নন্দিতা ও শিবপ্রসাদের 'আমার বস' ছবির মুক্তি, হঠাৎ কেন দিনবদল?

কবে মুক্তি পাবে রাখি গুলজার অভিনীত এই ছবি?
Published By: Akash MisraPosted: 07:45 PM Jun 19, 2024Updated: 07:45 PM Jun 19, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনিতেই টলিউডের সুপারহিট জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নতুন ছবির জন্য অধীর আগ্রহে বসে থাকেন বাংলা ছবির দর্শকরা। তার উপর যবে থেকে অভিনেত্রী রাখি গুলজারকে নিয়ে আমার বস ছবির শুটিং শেষ করেছেন নন্দিতা ও শিবপ্রসাদ। তবে থেকেই এই ছবি নিয়ে কৌতুহল তুঙ্গে অনুরাগীদের মধ্যে। প্রথমে শোনা গিয়েছিল, গরমের ছুটির সময়ই নাকি মুক্তি পাবে এই ছবি। তবে নতুন খবর হল, গরমে নয়, বরং শীতে আসছে 'আমার বস'। বড়দিনের সময়ই মুক্তি পাবে এই ছবি। 

Advertisement

সংবাদমাধ্যমকে শিবপ্রসাদ জানিয়েছেন, ''রাখিজি চাইছেন, তাড়াহু়ড়ো করে যেন ছবিমুক্তি না হয়। ধীরেসুস্থে, সময় নিয়ে, ভাল ভাবে প্রচারের পর যেন বড় পর্দায় আসে আমার বস''

[আরও পড়ুন: বিয়ের আগে উদ্দাম পার্টি সোনাক্ষী-জাহিরের! শেয়ার করলেন একাধিক ছবি]

মুক্তি পিছিয়ে যাওয়া নিয়ে শিবপ্রসাদ আরও জানান, ''ছবি রিলিজ পিছিয়ে যাওয়ার পিছনে আসল কারণ হল আমার চোট। এক মাসের উপর কাজও করতে পারিনি। সেই কারণেই মনে হয়েছিল, ছবি রিলিজ নিয়ে তাড়াহুড়ো উচিত হবে না। এমনকী, রাখিজিও তাই চেয়েছেন। সেই কারণেই এই সিদ্ধান্ত। এছাড়াও পুজোর সময় আমাদের বহুরুপী আসছে। তার আগে এই ছবি মুক্তি পেলে হয়তো বক্স অফিসের ফলাফলে প্রভাব পড়তে পারে। সেই কারণেই এই সিদ্ধান্ত।''

প্রসঙ্গত, নন্দিতা-শিবুর হাত ধরেই বহুদিন বাদে বাংলা ছবিতে প্রত্যাবর্তন রাখি গুলজারের। বহু বছর আগে বাংলায় তাঁকে ঋতুপর্ণ ঘোষের ‘শুভ মহরত’ ছবিতে পাওয়া গিয়েছিল। এছাড়া গৌতম হালদারের ‘নির্বাণ’ ছবিতে থাকলেও বেশি দর্শকের দেখার সুযোগ হয়নি। কারণ, সেই সিনেমা মুক্তি পেয়েছিল ফিল্ম ফেস্টিভ্যালে। সেই অর্থে ‘শুভ মহরত’-এর পর ‘আমার বস’ ছবি দিয়েই বাংলার প্রেক্ষাগৃহে প্রত্যাবর্তন ঘটবে রাখি গুলজারের।

[আরও পড়ুন: জটিল রোগে আক্রান্ত অলকা ইয়াগনিক! কোন বিপর্যয়ের মুখে পড়লেন?]

 

 

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement