সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়ের সঙ্গে সঙ্গে বাংলা সিনেমার দর্শকদের স্বাদ বদলেছে। কমার্শিয়াল ফিল্মের অভিনেতা, অভিনেত্রীরাও ভিন্ন স্বাদের কন্টেন্টের দিকে ঝুঁকছেন। এক্ষেত্রে দেব অনেক আগেই এই পথে হেঁটেছেন। 'সাঁঝবাতি', 'গোলোন্দাজ', 'প্রজাপতি' হোক কিংবা 'টনিক', ভিন্ন স্বাদের গল্পে দর্শকদের মন জয় করেছেন টলিউড সুপারস্টার। এমনকী বিরসা দাশগুপ্তর ফ্রেমে দেবকে ব্যোমকেশের ভূমিকাতেও দেখা গিয়েছে। তবে টলিউড সুপারস্টার জিৎ কিন্তু এখনও মাস ফিল্মেই বক্স অফিসে ব্যাটন দিচ্ছেন। সেই 'কমলাকান্তের উইল' ছবির পর আর তাঁকে এমনভাবে দর্শকরা পর্দায় দেখার সুযোগ পাননি। সুযোগ পেলে কি শিবপ্রসাদ মুখোপাধ্যায় টলিউডের দুই 'মাস হিরো' দেব-জিৎকে নিয়ে সিনেমা করবেন?
সম্প্রতি এক সংবাদ মাধ্যমের মুখেমুখি হয়ে পরিচালক জানিয়েছেন, সেরকম কোনও কনটেন্টে যদি দেব কিংবা জিৎকে মানিয়ে যায়, তিনি অতি অবশ্যই তাঁদের নিয়ে সিনেমা করবেন। সদ্য 'বহুরূপী'র শুটিং শেষ করেছেন তিনি। উইন্ডোজ-এর ঘরে সেই কবে থেকেই মিমি চক্রবর্তী এবং আবির চট্টোপাধ্যায়রা ছবি করছেন। এবার কি সেই প্রযোজনা সংস্থার ছবিতে জিৎ কিংবা দেবকে দেখা যাবে? শিবপ্রসাদের কথায়, "দেব সময় দিলেই সিনেমা করব। কোনও বিষয় যদি ওঁর পছন্দ হয়, তাহলেই হবে।" এর সঙ্গেই পরিচালকের সংযোজন, "এই সময় দাঁড়িয়ে দেব খুব গুরুত্বপূর্ণ একজন অভিনেতা।" অতনু রায়চৌধুরির প্রযোজনায় দেবকে 'প্রধান' কিংবা 'টনিক', 'প্রজাপতি'র মতো ভিন্ন স্বাদের সিনেমায় দেখা গিয়েছে। আর সেই ছবির প্রতিটাই দর্শকদের হলমুখো করেছে। সেই প্রসঙ্গ টেনেই শিবপ্রসাদ জানিয়েছেন, "অতনুদা একটু অন্যরকম ছবি করছেন। বক্সঅফিসে সেই ছবি হিটও করছে, এতে আখেড়ে ইন্ডাস্ট্রির গ্রোথ হচ্ছে।"
[আরও পড়ুন: যাদবপুরে সৃজনের প্রচারে শ্রীলেখা-রাহুল-বাদশা, ‘ফিকে ঝান্ডা’য় রং ফেরাতে হাল ধরলেন সেলেবরা]
আর বন্ধু জিৎকে নিয়ে ভবিষ্যতে কোনও সিনেমা করার পরিকল্পনা কি রয়েছে শিবপ্রসাদের? সেক্ষেত্রেও কিন্তু কনটেন্টকে এগিয়ে রেখেই পরিচালকের মন্তব্য, "জিতের ফ্যানরা অনেক দিন ধরেই অপেক্ষা করছে অন্যরকম কিছু দেখার। জিৎ আমার খুব ভালো বন্ধু। মাঝরাতের বন্ধুও বলা যেতে পারে। আমরা একসঙ্গে ক্যারাম খেলি। ভালো কন্টেন্ট দিলেই সিনেমা হিট করবে।" প্রসঙ্গত, বাংলা ছবির কনটেন্ট নিয়ে দর্শকদের মধ্যে বর্তমানে বহু অভাব-অভিযোগ দেখা যায়। একাংশের অভিযোগ, উন্নতমানের কনটেন্টের অভাবেই মার খাচ্ছে বাংলা ছবির ব্যবসা। এক্ষেত্রে নন্দিতা-শিবপ্রসাদ যদিও বরাবর ব্যতিক্রম। দর্শকদের নাড়ি বুঝে বাস্তব ঘটনাকে বারবার সিনেমার পর্দায় ফুটিয়ে তুলতে তাঁরা সিদ্ধহস্ত। এবার কি তাঁদের ফ্রেমে দেব কিংবা জিৎকে দেখা যাবে? পরিচালক ইচ্ছেপ্রকাশ করলেও ভবিষ্যতের গর্ভেই লুকিয়ে সেই উত্তর।