shono
Advertisement
Shiboprosad Mukherjee

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় 'ডাকাতিয়া বাঁশি'র ম্যাজিক, 'ব্লকবাস্টার' গান নিয়ে কী লিখলেন শিবপ্রসাদ?

ক্যাশবাক্স উপচে পড়ার পাশাপাশি সিনেসমালোচক থেকে দর্শকরাও কিন্তু নন্দিতা-শিবপ্রসাদের ছবির মার্কশিটে ফুলমার্কস বসিয়েছেন।
Published By: Akash MisraPosted: 08:11 PM Nov 11, 2024Updated: 08:11 PM Nov 11, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে বাম্পার নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বহুরূপী’।  দুর্গাপুজোর সময় মুক্তি পেয়েও, এর রেশ রয়ে গিয়েছে দীপাবলির পরও। এদিকে দিওয়ালিতে দুই বিগ বাজেট বলিউড ছবি ‘সিংহম এগেইন’ এবং ‘ভুলভুলাইয়া ৩’র দৌড়াত্ম্যে বাংলার প্রেক্ষাগৃহেই শো কমলেও দমে যায়নি ‘বহুরূপী’। ১০ লক্ষ দর্শকের ভালোবাসায় উপচে পড়েছে ক্যাশবাক্স। তবে শুধু বহুরূপী সিনেমাটি নয়, এই ছবির ডাকাতিয়া বাঁশি গানটি রীতিমতো ভাইরাল। ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে। রিলস মানেই 'ডাকাতিয়া বাঁশি'। আর এবার চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় অগুণতি মানুষ, নেচে উঠলেন ডাকাতিয়া বাঁশির তালে। আর তা দেখেই আপ্লুত বহুরূপী পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। সোশাল মিডিয়ায় লিখলেন, এই গান তাঁর জীবনের প্রথম প্লেব্যাক ব্লকবাস্টার।

Advertisement


শিবপ্রসাদ তাঁর সোশাল মিডিয়ায় লিখলেন, ''গতকাল রাত। চন্দননগর। জগদ্ধাত্রী পুজো।ডাকাতিয়া বাঁশির সুরে মেতে উঠল শহর। এখন ইন্সটাগ্রামে ১ লাখ রিল্স ছুঁইছুঁই আর ফেসবুকে ৫০ হাজার রিল্স। ইউটিউবে ভিউ চল্লিশ লাখের কাছাকাছি।কৌশানীর নাচের সাথে তাল মিলিয়েছে অগুন্তি মানুষ। বনি চক্রবর্তী, শ্রেষ্ঠা দাস আর ননীচোরা দাস বাউলের হাত ধরে এলো এবছরের সবচেয়ে জনপ্রিয় গান। জীবনের প্রথম প্লেব্যাক ব্লকবাস্টার, সাব্বাশ।''

প্রসঙ্গত, ৮ অক্টোবর, দুর্গাপুজোর পঞ্চমীতে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা প্রায় এক মাসে ১৩ কোটি টাকার ব্যবসা করেছে বলে খবর। ক্যাশবাক্স উপচে পড়ার পাশাপাশি সিনেসমালোচক থেকে দর্শকরাও কিন্তু নন্দিতা-শিবপ্রসাদের ছবির মার্কশিটে ফুলমার্কস বসিয়েছেন। সেই সঙ্গেই ‘বহুরূপী’র নতুন শিরোপাপ্রাপ্তি। বছরের সেরা বাংলা সিনেমার তকমা পাওয়ার পাশাপাশি সর্বোচ্চ আয় করা সর্বকালীন বাংলা ছবির তালিকায় পাঁচ নম্বরে নাম লিখিয়ে ফেলেছে এই ব্যাঙ্ক ডাকাতির গল্প।

ঠিক কোন ইউএসপিতে ‘বহুরূপী’র বাজিমাত হল? আসলে এই সিনেমার গল্পের সঙ্গে একাত্ম হতে পেরেছেন গ্রামবাংলার দর্শকরাও। প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা যখন পর্দায় শহুরে লার্জার দ্যন লাইফের বদলে মাটির গন্ধ পান, তখন আপন করে নিতে কোনও দ্বিধাবোধ করেন না। সম্ভবত এই ম্যাজিকেই বক্স অফিসে ছক্কা হাঁকিয়েছে ‘বহুরূপী’।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সম্ভবত এই ম্যাজিকেই বক্স অফিসে ছক্কা হাঁকিয়েছে ‘বহুরূপী’।
  • ৮ অক্টোবর, দুর্গাপুজোর পঞ্চমীতে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা প্রায় এক মাসে ১৩ কোটি টাকার ব্যবসা করেছে বলে খবর।
Advertisement