shono
Advertisement

গুঞ্জনে ইতি, অবশেষে প্রেমিকের ছবি প্রকাশ্যে আনলেন জাহ্নবী কাপুর! জানেন কে?

আর গোপনে রইল না জাহ্নবীর প্রেমের গল্প।
Posted: 04:47 PM Mar 07, 2023Updated: 04:49 PM Mar 07, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেম করছেন শ্রীদেবীকন্য়া জাহ্নবী কাপুর! হ্য়াঁ খবর তো আগেই ছিল। এমনকী, গুঞ্জনে শোনা গিয়েছিল মুম্বইয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীলকুমার শিন্ডের নাতি শিখর পাহাড়িয়ার সঙ্গেই জমিয়ে প্রেম করছেন তিনি। তবে এতদিন ব্য়াপারটা গোপনেই রেখেছিলেন জাহ্নবী। তবে সম্প্রতি এই প্রেমের গল্প আনলেন সামনে!

Advertisement

ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। সোমবারই জাহ্নবীর জন্মদিনে খোলাখুলি জাহ্নবীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন শিখর। সঙ্গে লাল হৃদয়ের ইমোজি। জাহ্নবী কিন্তু প্রেমিকের এই শুভেচ্ছা একেবারেই গোপনি করেননি। বরং প্রকাশ্যে এনেছেন সোশ্য়াল মিডিয়ার হাত ধরে।

[আরও পড়ুন: রং মিলান্তি! ছেলে সহজকে পাশে নিয়ে দোলের শুভেচ্ছা জানালেন রাহুল-প্রিয়াঙ্কা]

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, খুব শীঘ্রই নাকি এই প্রেমকে সবার সামনে আনবেন জাহ্নবী আর শিখর। তবে আপাতত, সমুদ্রের সামনে দাঁড়িয়ে মায়াবী ছবি তুলতেই ব্যস্ত জাহ্নবী ও শিখর।

[আরও পড়ুন: জয়া বচ্চন, জুহি চাওলাদের নামে করোনা টিকার শংসাপত্র! তদন্তের নির্দেশ গুজরাট সরকারের]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement