shono
Advertisement

সর্বস্তরে শিক্ষা পৌঁছে দিতে পরিশ্রম, শিক্ষারত্নের জন্য মনোনীত দুর্গাপুরের সেই শিক্ষক কাজী নিজামউদ্দিন

শিক্ষারত্নের জন্য মনোনীত জেলার আরও এক শিক্ষক। The post সর্বস্তরে শিক্ষা পৌঁছে দিতে পরিশ্রম, শিক্ষারত্নের জন্য মনোনীত দুর্গাপুরের সেই শিক্ষক কাজী নিজামউদ্দিন appeared first on Sangbad Pratidin.
Posted: 04:31 PM Aug 31, 2020Updated: 05:07 PM Aug 31, 2020

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: শিক্ষাক্ষেত্রে দুর্গাপুরের (Durgapur) মুকুটে ফের জুড়ল পালক। দুর্গাপুরের বিজড়া হাই স্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামুদ্দিন মনোনীত হলেন রাজ্য সরকারের শিক্ষারত্ন সম্মানের জন্য। কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শান্তনুকুমার ঘোষও মনোনীত হয়েছেন এই পুরস্কারের জন্য। 

Advertisement

১৯৮৮ সালে অন্ডাল ভিলেজ স্কুলে-সহ শিক্ষক হিসাবে যোগ দেন বর্ধমানের খানো গ্রামের বাসিন্দা কাজী নিজামুদ্দিন। ইংরেজির শিক্ষক হিসাবে ওই স্কুলে ১৮ বছর কাজ করার পর ২০০২ সালে প্রধান শিক্ষক হিসাবে যোগ দেন দুর্গাপুরের বিজড়া হাই স্কুলে। পিছিয়ে পড়া এলাকা বিজাড়ার এই স্কুলই তাঁর শিক্ষক জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সমাজের সর্বস্তরের শিক্ষার প্রসারের লক্ষ্যে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ছেলেমেয়েদের শিক্ষাদানে উদ্যোগী হন তিনি। ২০১৭ সালে বিজড়া হাই স্কুল নির্মল বিদ্যালয়ের সম্মান পায়। ২০১৯ সালে পায় শিশুমিত্র পুরষ্কার।

[আরও পড়ুন: সেলিব্রিটিদের পর এবার কলেজের মেধা তালিকায় কার্টুন চরিত্র শিনচ্যান! শোরগোল শিলিগুড়িতে]

শিক্ষারত্নের জন্যে মনোনীত হয়ে কাজী নিজামুদ্দিন জানান, “রাজ্য সরকারকে ধন্যবাদ। তবে আত্মতুষ্টির
কোনও জায়গা নেই। সমাজের প্রতিটি স্তরকে অশিক্ষার অন্ধকার থেকে দূরে সরাতে হবে।” জানা গিয়েছে, বর্তমানে কাজী নজরুল ইসলামের জীবনীর উপর গবেষণামূলক বই লিখছেন কাজী নিজামুদ্দিন।

ছবি: উদয়ন গুহরায়

[আরও পড়ুন: লকডাউনে বিপুল আর্থিক ক্ষতি, পর্যটন শিল্পকে ফের চাঙ্গা করতে সরকারি সাহায্যের আরজি ব্যবসায়ীদের]

The post সর্বস্তরে শিক্ষা পৌঁছে দিতে পরিশ্রম, শিক্ষারত্নের জন্য মনোনীত দুর্গাপুরের সেই শিক্ষক কাজী নিজামউদ্দিন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার