সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বস্তি উদ্ধব শিবিরে। অবশেষে জেলমুক্ত শিব সেনা (Shiv Sena) নেতা সঞ্জয় রাউত (Sanjay Raut)। অর্থ তছরুপের মামলায় ৩ মাস জেলবন্দি থাকার পর বিশেষ আদালত আজই জামিন মঞ্জুর করে তাঁর। এর ঘণ্টা খানেক পরে আর্থার রোড জেল থেকে বেরিয়ে মুক্ত বাতাসে শ্বাস নেন নেতা। ঘরে ফেরেন সমর্থকদের উষ্ণ অভ্যর্থনায়।
লম্বা জেরার পর মধ্যরাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার হয়েছিলেন শিব সেনা মুখপাত্র সঞ্জয় রাউত। ইডি (ED) সূত্রে জানা গিয়েছিল, তাঁর বাড়ি থেকে সাড়ে ১১ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। এছাড়া দাদার ও আলিবাগে তাঁর যেসব সম্পত্তি রয়েছে, তাও বাজেয়াপ্ত করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গ্রেপ্তার হওয়ার পর রাউত দাবি করেছিলেন, কোনও কেলেঙ্কারির সঙ্গে তিনি যুক্ত নন। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। শিব সেনা এবং মহারাষ্ট্রের একতাকে দুর্বল করার চক্রান্ত।
[আরও পড়ুন: গুজরাট থেকে হিমাচল প্রদেশ, নির্বাচনের আগে কংগ্রেস ছাড়ার হিড়িক নেতা-বিধায়কদের]
যদিও ইডি দাবি করে, মুম্বইয়ের একটি বস্তি অঞ্চলের সংস্কারের কাজে ব্যাপক অনিয়ম হয়। যাতে যুক্ত ছিলেন রাউত ও তাঁর স্ত্রীর। ১ অগস্টে রাউতের বাড়িতে তল্লাশি চালানোর পর অর্থ তছরুপের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন জানা গিয়েছে, ইডি নতুন করে শুক্রবার অবধি জামিন মঞ্জুর রদের আবেদন করে। যদিও আদালত তা শুনতে চায়নি। উলটে বিশেষ আদালতের মন্তব্য, “দুই অভিযুক্তকে বেআইনি ভাবে গ্রেপ্তার করা হয়েছিল।”
[আরও পড়ুন: ফাঁকা ঘরে কিশোরীকে একে একে ধর্ষণ ৬ নাবালকের, রেকর্ড হল ভিডিও! চাঞ্চল্য অসমে]
পাত্র চাউল (Patra Chawl) জমি দুর্নীতি মামলায় বেশ কিছুদিন ধরে ইডির স্ক্যানারে ছিলেন শিব সেনার মুখপাত্র। এর আগে তাঁকে, তাঁর স্ত্রী এবং ঘনিষ্ঠদের একাধিকবার নোটিস পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এমনকী সঞ্জয়ের স্ত্রী এবং ঘনিষ্ঠদের প্রায় ১২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্তও করে ইডি। মহারাষ্ট্রে একনাথ শিণ্ডে সরকারের শপথের পরদিন টানা ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় রাউতকে। যদিও শেষ দুটি সমনে ইডি দপ্তরে হাজিরা দেননি তিনি। উল্লেখ্য, রাউত এবং রাউতের দল বারবার অভিযোগ করেছিল, রাজনৈতিক কারণে মিথ্যা অভিযোগ হেনস্থা করা হচ্ছে। কার্যত সেই বক্তব্যে সিলমোহর দিল বিশেষ আদলত।