shono
Advertisement

Breaking News

‘হেমা মালিনীর গালের মতো মসৃণ আমার এলাকার রাস্তা’, শিব সেনা নেতার মন্তব্যে বিতর্ক

দলের নেতার মন্তব্যকে সমর্থন করেছেন শিব সেনা মুখপাত্র সঞ্জয় রাউত।
Posted: 09:14 AM Dec 21, 2021Updated: 11:53 AM Dec 21, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনেত্রী তথা বিজেপি সাংসদ হেমা মালিনীর (Hema Malini) গালের সঙ্গে নিজের এলাকার রাস্তার তুলনা করে বিতর্কে জড়ালেন শিব সেনা নেতা গুলাবরাও পাটিল (Gulabrao Patil)। নিজের দলের নেতার এই মন্তব্যকে সমর্থন করেছেন শিব সেনা সাংসদ সঞ্জয় রাউত (Sanjay Raut)।

Advertisement

মহারাষ্ট্রের শিব সেনা সরকারের অন্যতম সদস্য গুলাবরাও। মহারাষ্ট্রের বোদওয়াদ নগর পঞ্চায়েত নির্বাচনের জন্য একটি জনসভায় বক্তব্য রাখছিলেন তিনি। সেখানেই নিজের এলাকার উন্নয়নের খতিয়ান দিতে হেমা মালিনীর নাম উচ্চারণ করেন। শিব সেনা নেতা বলেন, “আমি এই এলাকার ৩০ বছরের বিধায়ককে (একনাথ খাড়সে) চ্যালেঞ্জ করছি, একবার আমার বাড়িতে (জলগাঁও জেলায় অবস্থিত) এসে দেখুন। সেই রাস্তার ছবি যদি হেমা মালিনীর গালের মতো মসৃণ না হয় তাহলে তখনই ইস্তফা দেব। “

[আরও পড়ুন: ওটিং গুলি কাণ্ডের জের, আফস্পা প্রত্যাহারের দাবিতে প্রস্তাব পাশ নাগাল্যান্ড বিধানসভায়]

গুলাবরাওয়ের এমন মন্তব্যের পরই বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়ে যায়। হেমা মালিনীর মতো একজন বর্ষীয়ান অভিনেত্রী তথা বিজেপি সাংসদের প্রতি এমন মন্তব্য কেমন করে তিনি করতে পারেন? ওঠে এমন প্রশ্নও। নিজের দলের নেতার পাশে দাঁড়িয়ে এই প্রশ্নের উত্তর দেন শিব সেনার সাংসদ (Shiv Sena MP) তথা মুখপাত্র সঞ্জয় রাউত। 

সংবাদসংস্থা এএনআইকে তিনি বলেন, “এই ধরনের কথা তো আগেও বলা হয়েছে। এটা হেমা মালিনীর প্রতি সম্মানজনক এক মন্তব্য। তাই এই মন্তব্যকে খারাপ ভাবে দেখার কোনও কারণ নেই। এর আগে লালু প্রসাদ যাদবও এরকম ধরনের মন্তব্যে করেছিলেন। আমরা হেমা মালিনীকে অত্যন্ত সম্মান করি।” অবশ্য পরে হেমা মালিনী জানান, এই ধরনের মন্তব্য একজন জনপ্রতিনিধির করা উচিত নয়। গুলাবরাও পাটিলও নিজের মন্তব্যের জন্য ক্ষমা চান। 

[আরও পড়ুন: বউ পালাল…! দুই রাজমিস্ত্রীর সঙ্গে মুর্শিদাবাদ থেকে মুম্বই পাড়ি বালির ২ গৃহবধূর, তারপর…]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement