সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগে থেকেই থেকেই আঁচ করা গিয়েছিল, কিছু একটা দুঃসংবাদ আসতে চলেছে। সারা দেশ থেকে নেতা, মন্ত্রীরা একে একে আসতে শুরু করেছিলেন। ঘোষণাটা হল ১৬ তারিখ। প্রয়াত ভারতরত্ন তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হল। শোকযাত্রায় হাঁটলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শেষকৃত্যে শামিল হলেন বিদেশের জনপ্রতিনিধিরাও। শোকের সেই আবহ কাটতে না কাটতেই প্রয়াত নেতার মৃত্যুর ঘোষণা নিয়ে প্রশ্ন তুললেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত।
শিবসেনার মুখপত্র সামনা-তে স্বরাজ্য নামে একটি প্রতিবেদন লিখেছেন সঞ্জয়। তাতে তিনি প্রশ্ন তোলেন, ‘১৬ আগস্ট বাজপেয়ীর মৃত্যু খবর মিলেছে। কিন্তু ১২-১৩ আগস্ট থেকেই তাঁর শারীরিক অবস্থা গভীর সংকটজনক অবস্থায় পৌঁছে গিয়েছিল। স্বাধীনতা দিবসের আগে অর্ধনমিত পতাকায় রাষ্ট্রীয় শোক যাতে পালন করতে না হয়। লালকেল্লায় প্রধানমন্ত্রীর ভাষণ যাতে বিঘ্নিত না হয়, সেজন্যই কি ১৬ আগস্ট বাজপেয়ীর মৃত্যুর কথা ঘোষণা করা হয়?’
[আরও বিপাকে মেজর গগৈ, শাস্তিমূলক পদক্ষেপ সেনা আদালতের]
স্বরাজ্য নিয়ে বর্তমান সরকারকে একহাতও নেন সঞ্জয়। তিনি লেখেন, স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী দরিদ্র মানুষদের জন্য অনেক ঘোষণা করেছেন। আর এ কথা বলেছেন যে পূর্ববর্তী সরকার কিছুই করেনি দেশের জন্য। কিন্তু এই যে ঘনঘন প্রধানমন্ত্রীর বিদেশ সফর। এর টাকা কোথা থেকে আসে? স্বাধীনতা দিবসের আগে দুষ্কৃতী গ্রেপ্তারের ঘটনা নিয়েও কটাক্ষ করেন সঞ্জয় রাউত। তিনি বলেন, প্রতিবারই স্বাধীনতা দিবসের আগে কিছু দুষ্কৃতী গ্রেপ্তার হয়। যাদের নাশকতার ছক থাকে। এটাই যেন দস্তুর হয়ে গিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এর পাশাপাশি কাশ্মীরে বাজপেয়ীর স্মরণসভায় ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লার উপর হওয়া আক্রমণেরও তীব্র নিন্দা করেন শিবসেনা সাংসদ। ‘ভারত মাতা কি জয়’, ‘জয় হিন্দ’ বলার জন্য যেভাবে কাশ্মীরি নেতার উপর আক্রমণ করা হয়েছে তারও নিন্দা করেছেন তিনি।
[মোদিকে কড়া ভাষায় চিঠি মনমোহন সিংয়ের, কিন্তু কেন?]
The post ‘মোদির ভাষণের জন্যই কি দেরিতে ঘোষণা বাজপেয়ীর মৃত্যুর খবর?’ appeared first on Sangbad Pratidin.