shono
Advertisement

Breaking News

Maharashtra

৮ মাসেই ভাঙল মহারাষ্ট্রের শিবাজি মূর্তি! দুর্নীতির অভিযোগে সরব মহুয়া

৩,৬০০ কোটি টাকা খরচে তৈরি এই মূর্তি উদ্বোধন করেন নরেন্দ্র মোদি।
Published By: Amit Kumar DasPosted: 10:43 AM Aug 27, 2024Updated: 10:43 AM Aug 27, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেল দুর্ঘটনা, একের পর এক সেতু ভেঙে পড়ার এবার ভাঙল মূর্তি! মাত্র মাস আটেক আগে ঢাকঢোল পিটিয়ে মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে উদ্বোধন হয়েছিল ছত্রপতি শিবাজি মহারাজের ৩৫ ফুট উঁচু বিশাল মূর্তি। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই বিপত্তি। সোমবার হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গোটা মূর্তিটাই!

Advertisement

এই ঘটনায় মহারাষ্ট্রের একনাথ শিণ্ডের সরকারের দিকেই আঙুল তুলেছে বিরোধীরা। প্রশ্ন উঠতে শুরু করেছে মূর্তিটির নির্মাণ শিল্প নিয়েও। বিষয়টি নিয়ে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেসের মতো বিরোধীরা। দলের সাংসদ মহুয়া মৈত্র তাঁর এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘খোকা সরকারের ব্যাপক দুর্নীতি প্রকাশ্যে। এই ঘটনা শিবাজি মহারাজের চরম অপমান’।

[আরও পড়ুন: গেরুয়া খাঁচায় ‘টাইগার’! বিজেপিতেই যাচ্ছেন চম্পাই, দাবি হিমন্তের]

সোমবার দুপুর ১টা নাগাদ ভেঙে পড়ে মূর্তিটি। গত বছর ৪ ডিসেম্বর নৌসেনা দিবসের দিন মূর্তিটির উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ দিন মূর্তি ভেঙে পড়ার পর শিবসেনা (উদ্ধব শিবির) বিধায়ক বৈভব নায়েক রাজকোট পরিদর্শন করে বলেন, “দুর্ভাগ্যজনক ঘটনা। মাত্র আট মাসের মধ্যে মূর্তিটি ভেঙে পড়েছে। তীব্র নিন্দা করছি। ছত্রপতি শিবাজি মহারাজ মহারাষ্ট্রের পরিচয়। এটা তাঁর অপমান। নিম্নমানের কাজের ফলে এমনটি ঘটেছে। এর বিরুদ্ধে মামলা করার দাবি জানাচ্ছি।”

[আরও পড়ুন: ‘কৃষকরা ধর্ষক’! কঙ্গনার মন্তব্যে বিজেপিকে ঝাঁজাল আক্রমণ রাহুলের]

প্রসঙ্গত, এটি ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ড্রিম প্রজেক্ট’। ছত্রপতি শিবাজির উঁচু মূর্তিটি তৈরিতে বাজেট ধরা হয়েছিল ৩,৬০০ কোটি টাকা। যা মহারাষ্ট্রের প্রায় সব জনমুখি প্রকল্পের বাজেটের চেয়ে অনেকটাই বেশি। স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে শিক্ষা, পানীয় জল, অপুষ্টির মতো সামাজিক পরিষেবা খাতে সারা বছরে এই রাজ্যে যা খরচ হয় শিবাজি মূর্তি তৈরিতে খরচ হয়েছিল তার থেকে অনেক বেশি। কিন্তু, এত বিপুল খরচ করে তৈরি হওয়া মূর্তিটি মাত্র আট মাসের মধ্যে ভেঙে পড়ল। আর স্বাভাবিকভাবেই ফের একবার বিজেপি তথা নরেন্দ্র মোদির নেতৃত্ব কতটা দুর্নীতি মুক্ত তা নিয়ে প্রশ্ন উঠে গেল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ছত্রপতি শিবাজি মহারাজের ৩৫ ফুট উঁচু বিশাল মূর্তি।
  • গত বছর ডিসেম্বর মাসে এই মূর্তির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
  • মূর্তি ভাঙায় দুর্নীতির অভিযোগ তুলে তোপ মহুয়ার।
Advertisement