shono
Advertisement

Breaking News

‘ইচ্ছা করে পাকিস্তানের বিপদ ডাকছে ভারত’, রোহিতদের হারে ক্ষুব্ধ শোয়েব আখতার

রবিবার ভারত জিতলে বিশ্বকাপে বেঁচে থাকার সুযোগ থাকত পাকিস্তানের কছে।
Posted: 09:31 PM Oct 30, 2022Updated: 09:31 PM Oct 30, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বিশ্বকাপে (T-20 World Cup) প্রথমবার ম্যাচ হারল ভারত। দক্ষিণ আফ্রিকার আগুনে বোলিংয়ের সামনে আত্মসমর্পণ করলেন ভারতীয় ব্যাটাররা। লুনগি এনগিডির প্রথম স্পেলই দুরমুশ করে দেয় ভারতীয় ব্যাটিং লাইন আপকে। মাত্র ৪৯ রানে পাঁচ উইকেট পড়ে যায় ভারতের (India vs South Africa)। প্রতিবেশী দেশের এহেন দুর্দশা দেখে ক্ষোভে ফেটে পড়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার। তাঁর মতে, অযথা তাড়াহুড়ো করে উইকেট ছুঁড়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা।

Advertisement

কিন্তু শোয়েব (Shoaib Akhtar) এতখানি ক্ষুব্ধ কেন? শুধুই কি ভারতের ব্যাটারদের মানসিকতায় বিরক্ত হয়েছেন পাক কিংবদন্তি? তা নয়। বিশ্বকাপের প্রথম দুই ম্যাচের হারের পর বেশ চাপে পড়ে গিয়েছে বাবর আজমের দল। গ্রুপ ২ থেকে মাত্র দু’টি দলই সেমিফাইনালে জায়গা করে নেবে। সেই দৌড়ে ভাল মতো এগিয়ে রয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। রবিবারের ম্যাচে যদি ভারত জিতে যেত, তাহলে পয়েন্টের বিচারে এই গ্রুপে দ্বিতীয় স্থান পাওয়ার একটা সুযোগ থাকত পাকিস্তানের (Pakistan) সামনে। কিন্তু ভারতের হারের ফলে সেই সুযোগ আর নেই পাকিস্তানের। কারণ গ্রুপ ২ থেকে সেমিফাইনালিস্ট হিসাবে নিজেদের জায়গা কার্যত পাকা করে ফেলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা।

[আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম হার ভারতের, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পর্যুদস্ত রোহিতরা]

ফলে আশঙ্কা তৈরি হয়েছে, গ্রুপ পর্ব থেকেই বিদায় নেবে গতবারের সেমিফাইনালিস্ট পাকিস্তান। তার সঙ্গে রয়েছে আন্ডারডগ জিম্বাবোয়ের কাছে হারের লজ্জা। সব মিলিয়েই ফেটে পড়েছেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস। ভারতের ব্যাটিং চলাকালীন একটি ভিডিও প্রকাশ করে তিনি বলেছেন, “আমি তো বলেছিলাম, পাকিস্তানের জন্য ভারতকে জিততে হবে। পাকিস্তানের সুযোগ নষ্ট করবেন না। কিন্তু এখানে তো পাকিস্তানের সমস্ত সুযোগ নষ্ট করে দিচ্ছে ভারত। এখনই চার উইকেট পড়ে গিয়েছে। জানি না এর পরে কী হবে।” ভিডিওটি পোস্ট করে শোয়েব লিখেছেন, ভাই তোমাদের কি খুব তাড়া? অর্থাৎ নাম না করে তিনি বলেছেন, অযথা উইকেট ছুঁড়ে দিয়েছেন ভারতীয় ব্যাটাররা।

রবিবারের ম্যাচের পরে আপাতত পয়েন্ট টেবিলে সকলের উপরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। মাত্র একটি ম্যাচে জয় পেয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে বাবর আজমের দল। প্রাক্তন পাক ক্রিকেটার থেকে পাকিস্তানি ক্রিকেটপ্রেমী- সকলেই আজ ভারতের জয় চেয়ে প্রার্থনা করেছিলেন। কিন্তু তাঁদের সেই আশা পূরণ হল না। খাদের কিনারাতেই দাঁড়িয়ে রইল পাকিস্তানের বিশ্বকাপ ভাগ্য। লুনগি এনগিডি আর ওয়েন পার্নেল শুধু ভারতীয় ব্যাটিংকেই গুঁড়িয়ে দেননি। মাঠের বাইরে থাকা পাকিস্তানি ক্রিকেট দল আর তার সমর্থকদের স্বপ্নও চুরমার করে দিয়েছেন।

[আরও পড়ুন:ফের কলকাতা লিগ জয় মহমেডানের, টানা দু’বার খেতাব জিতে ইতিহাস মার্কাসদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement