অর্ণব আইচ: মহাপঞ্চমীতে খাস কলকাতার রেড রোডে চলল গুলি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে ময়দান থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
জানা গিয়েছে, রবিবার সন্ধেয় ময়দান থানা এলাকার ক্লাবে ছিলেন এক বাস্কেটবল কোচ। কয়েকজনকে প্রশিক্ষণ দিচ্ছিলেন। অভিযোগ, সেই সময়ে বাইকে চেপে দুই যুবক তাঁর কাছে যায়। বাস্কেট বল শেখার ইচ্ছে প্রকাশ করে। এরপরই কোনও কারণ ছাড়াই শূন্যে গুলি চালায় তারা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়।
[আরও পড়ুন: Durga Puja 2021: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেয়েদের মৃত্যু, দমদমের দুই কিশোরীর পরিবারে ম্লান পুজোর আনন্দ]
সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয়েছে ময়দান থানায়। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন তদন্তকারীরা। সূত্রের খবর, ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত কোনও সূত্র মেলেনি। হদিশ মেলেনি অভিযুক্তদেরও। পুলিশের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। কী কারণে এই গুলি? পুরনো শত্রুতা নাকি অন্যকিছু তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।