সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ‘সোনার কেল্লা’র মুকুলের বাড়ি। ভবানীপুরের পদ্মপুকুরের ওই বাড়িতেই হয়েছিল শুটিং। ওই বাড়িটিকে আগেই বিপজ্জনক ঘোষণা করেছিল কলকাতা পুরসভা। বাড়িতে কেউ না থাকায় শনিবারের এই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই। স্মৃতিবিজড়িত বাড়ি ভেঙে পড়ায় মনমরা স্থানীয় বাসিন্দারা।
কলকাতার ভবানীপুরের পদ্মপুকুরের এই বাড়িটি অবস্থিত। সেখানে সত্যজিৎ রায়ের ‘সোনার কেল্লা’ সিনেমার কিছু অংশের শুটিং হয়েছিল। মুকুলের দ্বিতীয় বাড়ি হিসাবে শুটিং করেছিলেন। কলকাতা পুরসভার পক্ষ থেকেই আগেই এই বাড়িটিকে বিপজ্জনক হিসাবে ঘোষণা করা হয়েছিল। শনিবার ভোর তিনটে নাগাদ হঠাৎই ভেঙে পড়ে বাড়িটি।
[আরও পড়ুন: ৮৫ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ব্লেড দিয়ে চিরে দেওয়া হল ঠোঁট! গ্রেপ্তার ২৮ বছরের যুবক]
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুরসভার ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম বসু। স্মৃতিবিজড়িত বাড়িটি ভেঙে পড়ায় স্বাভাবিকভাবেই মনখারাপ স্থানীয়দের।
দেখুন ভিডিও:
[আরও পড়ুন: ২০ বছর বয়সেই পুলিশের খাতায় নাম, রানাঘাট ডাকাতিতে ধৃত কুন্দন বিহারে পুলিশকর্মী খুনেও যুক্ত?]