রাজকুমার, আলিপুরদুয়ার: রাতের অন্ধকারে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের রাস্তায় চলল গুলি। বাইক ও মোবাইল ছিনতাই করা হয় বলেও অভিযোগ। গুলি লেগে জখম এক যুবক। তাঁর পায়ে গুলি লাগে। ওই যুবক ভর্তি হাসপাতালে। এখনও এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
জখম অনীশ দেব, আলিপুরদুয়ার শহর লাগোয়া বীরপাড়ার বাসিন্দা। বৃহস্পতিবার রাতে কালীঠাকুর দেখতে বেরিয়েছিলেন। জখম যুবক ও তাঁর এক বন্ধু দুটি বাইকে করে যাচ্ছিলেন। দুজনের সঙ্গে ছিলেন দুই বান্ধবী। বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের ভিতর ডিমা ব্রিজের কাছে কালচিনি-রাজাভাতখাওয়া সড়কে বিপত্তি। অভিযোগ, দুই দুষ্কৃতী তাঁদের পথ আটকায়। মোবাইল ও বাইক ছিনতাইয়ের চেষ্টা করে। বাধা দেন চারজন। পালটা গুলি চালায় দুষ্কৃতীরা। তাতে এক যুবকের পায়ে গুলি লাগে। এর পর বাইক ও মোবাইল লুট করে পালায় দুষ্কৃতীরা।
গুলিবিদ্ধ যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ওই যুবক-যুবতীদের দাবি, দুষ্কৃতীদের মুখে মাস্ক ছিল। তাই তাদের পরিচয় জানা সম্ভব হয়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বৃহস্পতিবার রাতের এই ঘটনায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।