shono
Advertisement
Shreya Ghoshal

'এ যে শরীরের চিৎকার...', কলকাতার কনসার্টে শ্রেয়ার কণ্ঠে নারী নির্যাতনের প্রতিবাদ!

এর আগে নারী সুরক্ষার দাবিতে কলকাতার কনসার্ট পিছিয়ে দিয়েছিলেন শিল্পী।
Published By: Suparna MajumderPosted: 09:14 AM Oct 20, 2024Updated: 09:14 AM Oct 20, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশ-বিশ্বের মহিলাদের সুরক্ষার দাবিতে পিছিয়ে দিয়েছিলেন কলকাতার কনসার্ট। এতদিনে শহরের মঞ্চে উঠে গান গাইলেন শ্রেয়া ঘোষাল। সেখানেও প্রতিবাদী সঙ্গীতশিল্পী। নারী নির্যাতনের বিরুদ্ধে হলেন সরব। গাইলেন 'এ যে শরীরের চিৎকার...' গান।

Advertisement

গত ১৪ সেপ্টেম্বর কলকাতায় শ্রেয়া ঘোষালের কনসার্ট করার কথা ছিল। কিন্তু আর জি কর কাণ্ডের পর শোকের আবহে অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নারী সুরক্ষার দাবিতে সরব হন গায়িকা। শুধু বাংলা নয়, গোটা বিশ্ব তথা দেশে প্রতিনিয়ত যেভাবে নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন, সেই প্রসঙ্গ তুলেও নিরাপত্তার দাবিতে সুর চড়ান তিনি।

এর পরই শ্রেয়া ঘোষালের প্রতিবাদী সত্ত্বাকে কুর্নিশ জানিয়ে কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে লেখেন, 'RG Kar নিয়ে আমাদের সকলের মতো তিনিও উদ্বিগ্ন। ১৪ সেপ্টেম্বরের অনুষ্ঠান পিছিয়ে দিচ্ছেন। পাশাপাশি সারা দেশ ও বিশ্বের মহিলাদের সুরক্ষার কথা বলেছেন। কারণ এই ধর্ষণ-খুনের সামাজিক সমস্যা, অপরাধটা নিয়ে সর্বত্রই প্রতিবাদ দরকার। এটা শুধু বাংলার ইস্যু নয়।'

 

১৯ অক্টোবর অর্থাৎ শনিবার শ্রেয়া গান গাইলেন কলকাতা শহরে। সেখানেই নারী নির্যাতনের প্রতিবাদ করে তিনি গেয়ে ওঠেন, 'যত ইচ্ছের ভাঙা ডানা, যত গল্প নজরবন্দি / যত সন্ধের যাওয়া মানা, যত রাত্রির অভিসন্ধি / সব মিথ্যের আর ধন্দের, তাই রক্তের সোঁদা গন্ধে / শুধু পৌঁছে যাবে, ঘুচে যাবে, বেঁধে রাখা গণ্ডি / এ যে শরীরের চিৎকার, জাগে ভাঙনের শব্দে / তাই ভাঙে পাড়, ভাসে ঘর, ভাঙে চেনা সূপ্তি' / এ যে শরীরের চিৎকার, জাগে ভাঙনের শব্দে / তুমি বন্ধু আজ শুনবে...'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দেশ-বিশ্বের মহিলাদের সুরক্ষার দাবিতে পিছিয়ে দিয়েছিলেন কলকাতার কনসার্ট।
  • এতদিনে শহরের মঞ্চে উঠে গান গাইলেন শ্রেয়া ঘোষাল। সেখানেও প্রতিবাদী সঙ্গীতশিল্পী।
Advertisement