সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিন্নাস্বামীতে বেঙ্গালুরুর (RCB) বিরুদ্ধে আইপিএলের (IPL) প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে নামছে নাইট রাইডার্স (KKR)। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন কেকেআরের অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। কিন্তু প্রথম একাদশ কী হবে? উত্তর দিতে গিয়ে চরম অপ্রস্তুত অবস্থায় পড়লেন নাইট অধিনায়ক। ভুলেই গেলেন প্রথম একাদশে কারা আছেন।
হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচ জিতে আইপিএল অভিযান শুরু করেছে নাইট বাহিনী। এ বার বেঙ্গালুরুকে হারিয়ে পয়েন্ট তালিকায় উপরে উঠে আসার সুযোগ তাঁদের সামনে। টসে জিতে তিনি বলেন, “আমরা প্রথমে বল করব। দেখে মনে হচ্ছে এটা নতুন উইকেট। কিউরেটরের সঙ্গে কথা বলে মনে হয়েছে এখানে বল ঘুরবে।”
তারপরই চিন্তায় পড়ে যান শ্রেয়স। প্রথম একাদশ কী হবে সেই নিয়ে প্রথমে স্পষ্ট উত্তর দিতে পারেননি। বলেন, “আমরা একটা পরিবর্তন করেছি। আজ অনুকূল রায় খেলছে। আমি একটু দোটানায় আছি, কারণ আমাকে দুটো টীমের তালিকা দেওয়া হয়েছে। বোলিংয়ের দিক থেকে হিসেব করলে আজ অনুকূল খেলবে।” বেঙ্গালুরুর বিরুদ্ধে কেকেআরের প্রথম একাদশে নেই নীতিশ রানা। সেই জায়গায় দলে ঢুকেছেন স্পিনার অনুকূল। তবে চিন্নাস্বামীর পিচ চিরকালই ব্যাটিং সহায়ক। তাই পরে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করা যেতে পারে নীতিশকে।
[আরও পড়ুন: ‘প্রথমে আমি রাজস্থানি’, ম্যাচ হেরে কেন একথা বললেন দিল্লি অধিনায়ক পন্থ]
বেঙ্গালুরুর মাঠে নাইটদের ইতিহাস খুবই ভালো। ৩২টি ম্যাচে জিতেছে ১৮টি। ২০১৫-র পরে চিন্নাস্বামীতে কখনও হারেনি নাইটরা। আজও সেই ধারা বজায় রাখতে চাইবে গম্ভীর বাহিনী।