shono
Advertisement

Breaking News

আইপিএলের আগে অন্য মেজাজে শুভমান! কীভাবে মহানুভবতার পরিচয় দিলেন গুজরাটের অধিনায়ক?

শুভমানের সেই মুহূর্ত সোশাল মিডিয়াতে ভাইরাল।
Posted: 04:20 PM Feb 29, 2024Updated: 08:03 PM Feb 29, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহনুভবতার পরিচয় দিলেন শুভমান গিল (Shubman Gill)। রাঁচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট খেলেছে টিম ইন্ডিয়া (Team India)। সেই টেস্ট জেতার পাশাপাশি সিরিজেও ৩-১ ব্যবধানে এগিয়ে গিয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) দল। পাঞ্জাব ফেরার পথে বিমানবন্দরে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) অধিনায়ক রবিন মিঞ্জের (Robin Minz) বাবা ফ্রান্সিস জেভিয়ের মিঞ্জের সঙ্গে দেখা করেন। সেই ছবি আবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও পোস্ট করেছেন তারকা ওপেনার।

Advertisement

গুজরাটের সাফল্য কামনা করে শুভমানকে আগাম শুভেচ্ছাও জানিয়েছেন রবিনের বাবা ফ্রান্সিস। শুভমান ইনস্টাগ্রাম স্টোরিতে ফ্রান্সিসের সঙ্গে ছবিও শেয়ার করেছেন। সেখানে আবার রবিনের উদ্দেশে লিখেছেন, ‘তোমার সফর ও কঠোর পরিশ্রম অনুপ্রেরণা দেওয়ার মতো। আইপিএলের আসরে মিলিত হওয়ার অপেক্ষায় রয়েছি।’ গুজরাটের সোশাল মিডিয়াতেও এই বিষয়ে একটি ভিডিও পোস্ট করা হয়েছে।

[আরও পড়ুন: আশঙ্কাই সত্যি হল, চোটের জন্য ছিটকে গেলেন কেএল রাহুল, ধরমশালা টেস্ট খেলবেন বুমরাহ]

রবিনের বাবার সঙ্গে শুভমান।

মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) শহর রাঁচি। সেখান থেকেই এক তরুণ উইকেটকিপারের উত্থান। ২১ বছরের ছেলেটা ঝাড়খণ্ডের হয়ে ঘরোয়া ক্রিকেটে এখনও অভিষেক ঘটাননি। তবে তাতে কি! ব্যাটিংয়ের পাশাপাশি বাঁহাতি স্পিনার হিসেবেও নজর কেড়েছেন রবিন। এবারের আইপিএলে (IPL 2024) এহেন রবিনকে গুজরাটে খেলতে দেখা যাবে। তাঁকে নিলাম টেবল থেকে থেকে ৩ কোটি ৬০ লক্ষ টাকা দিয়ে দলে নিয়েছে এবার গুজরাট শিবির।

 

তবে তাঁর গুজরাটে নাম লেখানো এত সহজ ছিল না। রবিনকে নাম ওঠার সঙ্গেই তাঁকে দলে নেওয়ার আগ্রহ দেখিয়েছিল চেন্নাই সুপার কিংস। এর পর লড়াইয়ে নেমে পড়ে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু সবাইকে চমকে দিয়ে রবিনকে কিনে নেয় গুজরাট। এহেন রবিন তাঁর প্রথম আইপিএলে কেমন পারফর্ম করেন সেটাই দেখার অপেক্ষায় রয়েছে ক্রিকেট দুনিয়া।

[আরও পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের সেরা হয়েই দ্রাবিড়কে গুরুদক্ষিণা ধ্রুবর, যাবতীয় কৃতিত্ব দিলেন কোচকেই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement