shono
Advertisement

বাংলা টিভি সিরিয়ালে সামাজিক অবক্ষয় তুলে ধরা হচ্ছে, ফের সরব মুখ্যমন্ত্রী

সিরিয়ালে একজনের তিনটে বউ দেখানো হচ্ছে কেন? প্রশ্ন মমতার। The post বাংলা টিভি সিরিয়ালে সামাজিক অবক্ষয় তুলে ধরা হচ্ছে, ফের সরব মুখ্যমন্ত্রী appeared first on Sangbad Pratidin.
Posted: 03:13 PM Apr 20, 2018Updated: 05:25 PM Nov 12, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক জনের তিনটে বউ৷ তিনটে কুটুন্তি৷ দেখানোর দরকার কী? সবই ঝগড়া৷ বাবার পরিচয় নেই৷ এ ওকে বিষ খাওয়ায়৷ ও জলে বিষ মেশায়৷ যত সব খারাপ জিনিস৷ এসব দেখানো কেন?  শুক্রবার নেতাজি ইন্ডোরে কেবল অপারেটরদের সংগঠনের বৈঠকে যোগ দিয়ে কার্যত এমনই প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন কেবল টিভি অপারেটর ও এমএসওদের বার্ষিক সাধারণ সভায় হাজির হয়ে কেবল শ্রমিকদের জন্য একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করেন তিনি৷ এমএসও ও অপারেটরদের সমস্যা মেটাতে একগুচ্ছ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়ার পাশাপাশি, রাজ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় কেবল অপারেটরদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী৷

Advertisement

রাখঢাক না করেই এদিন মুখ্যমন্ত্রী এমএসও ও কেবল অপারেটরদের সাফ জানিয়ে দেন, ‘‘রাজ্যে ফেক নিউজের রমরমা বেড়েছে৷ ফেকুবাবুদের ছড়ানো গুজবে অশান্তি তৈরি হচ্ছে৷ যদি, দেখেন এমন কোনও ঘটনা ঘটেছে, তা আপনারা দেখাবেন না৷ এটা আপনাদের কাছে আমার অনুরোধ৷ হিংসা রুখে শান্তি রক্ষা করার দায়িত্ব আপনাদেরও আছে৷’’ হিংসা ছড়ানো রুখতে এমএসও ও কেবল অপারেটরদের বার্তা দেওয়ার সঙ্গে সঙ্গে সিরিয়ালের বিষয়বস্তু নিয়েও প্রশ্ন তোলেন তিনি৷ এদিন টিভি চ্যানেলগুলির কর্তাদের উদ্দেশে প্রশ্ন ছোড়েন তিনি৷ বলেন, ‘‘এক জনের তিনটে বউ৷ তিনটে কুটুন্তি৷ দেখানোর দরকার কী? সবই ঝগড়া৷ বাবার পরিচয় নেই৷ এ ওকে বিষ খাওয়ায়৷ ও জলে বিষ মেশায়৷ যত সব খারাপ জিনিস৷ এসব দেখানো কেন?’’

এদিন কেবল টিভি অপারেটর শ্রমিকদের জন্য একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করেন তিনি৷ মঞ্চে দাঁড়িয়ে কেবল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ১ লক্ষ ৩০ হাজার শ্রমিককে স্বাস্থসাথী প্রকল্প ও পেনশন দেওয়ার কথা ঘোষণা করেন৷ এখন থেকে এই পেশায় যুক্ত কর্মীরা প্রতিমাসে ২৫ টাকা করে জমা করবেন৷ ওই জমা অর্থের উপর আরও ৩০ টাকা জমা করবে রাজ্য সরকার৷ এদিন তিনি জানিয়ে দেন, কর্মীদের যাতে সুবিধা হয়, তার জন্য সরকার প্রশিক্ষণেরও ব্যবস্থা করবে৷ এমনকি, কেবল অপারেটররা ২০ লক্ষ টাকা পর্যন্ত আয়ে জিএসটিতে ছাড় পাবেন বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ এছাড়াও কেবল ব্যবসা করতে গিয়ে যাতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত একটি কমিটিও গড়ে দেন মুখ্যমন্ত্রী৷

নেতাজি ইন্ডোরের মঞ্চে দাঁড়িয়ে কেবল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ১ লক্ষ ৩০ হাজার শ্রমিককে স্বাস্থসাথী প্রকল্প ও পেনশন দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ এখন থেকে এই পেশায় যুক্ত কর্মীরা প্রতিমাসে ২৫ টাকা করে জমা করবেন৷ ওই জমা অর্থের উপর আরও ৩০ টাকা জমা করবে রাজ্য সরকার৷ এদিন তিনি জানিয়ে দেন, কর্মীদের যাতে সুবিধা হয়, তার জন্য সরকার প্রশিক্ষণেরও ব্যবস্থা করবে৷ এমনকি, কেবল অপারেটররা ২০ লক্ষ টাকা পর্যন্ত জিএসটিতে ছাড় পাবেন বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ এছাড়াও একটি কমিটিও গঠন করতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷  যে কমিটিতে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, শ্রমমন্ত্রী মলয় ঘটক ছাড়া এমএসও ও ব্রডকাস্টার এবং অপারেটরদের প্রতিনিধিরাও থাকবেন বলে জানান মুখ্যমন্ত্রী৷

The post বাংলা টিভি সিরিয়ালে সামাজিক অবক্ষয় তুলে ধরা হচ্ছে, ফের সরব মুখ্যমন্ত্রী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement