shono
Advertisement
Shyam Metalics

বছরে ৩৭ শতাংশ বৃদ্ধি! শিল্পক্ষেত্রের চ্যালেঞ্জ সামলে লক্ষ্যে অবিচল শ্যাম মেটালিকস

২০২৪-২৫ অর্থবর্ষে প্রথম ত্রৈমাসিকের ফল ঘোষণা সংস্থার।
Published By: Kishore GhoshPosted: 04:08 PM Jul 31, 2024Updated: 04:09 PM Jul 31, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪-২৫ অর্থবর্ষে ধারবাহিক ভাবে দারুণ ফল করছে শ্যাম মেটালিকস অ্যান্ড এনার্জি লিমিটেড। কলকাতায় সংস্থার প্রধান শাখার তরফে প্রথম ত্রৈমাসিকের লভ্যাংশ ঘোষিত হয়েছে। সেখানে জানানো হয়েছে, ২০২৩-২৪ অর্থবর্ষে প্রথম ত্রৈমাসিকে যেখানে লভ্যংশ ছিল ৩, ৩৩৩ কোটি টাকা, ২০২৪-২৫ অর্থ বছরে তা বেড়ে হয়েছে ৩, ৬১২ কোটি টাকা।

Advertisement

প্রথম ত্রৈমাসিকে মোট EBIDTA হল ৪৮৮ কোটি টাকা, গত অর্থ বছরে যা ছিল ৪১৪ কোটি টাকা। EBIDTA মার্জিন শতাংশের হারে ১২.৪ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১৩.৫ শতাংশ। ২০২৪-২৫ অর্থ বছরে আয়কর প্রদানের পর মোট লাভ হয়েছে ২৭৬ কোটি টাকা। পূর্ববর্তী বছরে তা ছিল ২০২ কোটি টাকা। আয়কর প্রদানের আগে এই পরিমাণ হল যথাক্রমে ৩৭৪ কোটি টাকা (২০২৪-২৫) এবং ২৪৯ কোটি টাকা (২০২৩-২৪)।

 

[আরও পড়ুন: ‘উৎকোচ’ বলা ভুল ছিল, ভোট বিপর্যয়ের পর্যালোচনায় ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়ে স্বীকারোক্তি সিপিএমের!]

শ্যাম মেটালিকসের ভাইস চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর ব্রীজভূষণ অগরওয়াল বলেন, "শিল্পক্ষেত্রের কঠিন চ্যালেঞ্জ সত্ত্বেও আমরা এই ত্রৈমাসিকে শক্তিশালী পারফরম্যান্স করছি। আমাদের রাজস্ব বছরে ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং PAT বছরে ৩৭ শতাংশ বেড়েছে। যা আমাদের ধারাবাহিক আর্থিক দৃঢ়তা এবং কৌশলগত দক্ষতাকেই প্রতিফলিত করে।" তিনি আরও বলেন, "চন্দ্রশেখর ভার্মাকে সংস্থার ডিরেক্টর হিসেবে ৫ বছরের জন্য নিয়োগে আমাদের বোর্ড আরও শক্তিশালী হবে।" কোম্পানির সুদিনে নতুন ডিরেক্টরকে স্বাগত জানান শ্যাম মেটালিকসের ভাইস চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর।

 

[আরও পড়ুন: দেড় মাসের মধ্যে উত্তরে ফের ট্রেন দুর্ঘটনা! সোশাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রথম ত্রৈমাসিকে মোট EBIDTA হল ৪৮৮ কোটি টাকা, গত অর্থ বছরে যা ছিল ৪১৪ কোটি টাকা।
  • আয়কর প্রদানের আগে এই পরিমাণ হল যথাক্রমে ৩৭৪ কোটি টাকা (২০২৪-২৫) এবং ২৪৯ কোটি টাকা (২০২৩-২৪)।
Advertisement