shono
Advertisement

কোমরে কৃপাণ নিয়ে জ্যাকলিনের ‘বেয়াদপি’, সেন্সরে চিঠি ক্ষুব্ধ শিখদের

শিখরা এই বস্তুটিকে তাঁদের ধর্মাচরণে বিশেষ গুরুত্ব দেন৷ সেটিকে বলি-নায়িকার কোমরে দেখে মেনে নিতে পারেননি মজিন্দর সিং সিরসা৷ The post কোমরে কৃপাণ নিয়ে জ্যাকলিনের ‘বেয়াদপি’, সেন্সরে চিঠি ক্ষুব্ধ শিখদের appeared first on Sangbad Pratidin.
Posted: 10:54 PM Jun 15, 2016Updated: 05:43 PM Jun 15, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিখ ধর্ম পালনে যে পাঁচটি জিনিস অত্যাবশ্যক তার মধ্যে একটি হল কৃপাণ৷ আর সেটিই কি না ঠাঁই পেল জ্যাকলিন ফার্নান্ডেজের কোমরে! বলিউডি ছবি ‘ঢিসুম’-এর প্রথম গানের টিজারে এ দৃশ্য দেখে ভয়ানক ক্ষুব্ধ শিখ সম্প্রদায়ের মানুষ৷ ছবি থেকে গানটিকে বাদ দেওয়ার জন্য সেন্সর বোর্ডে চিঠি লিখলেন গুরুদোয়ারা ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক মজিন্দর সিং সিরসা৷

Advertisement

জন আব্রাহাম, বরুণ ধাওয়ান ও জ্যাকলিন ফার্নান্ডেজের এ ছবির ফার্স্ট লুক প্রকাশ পাওয়ার সঙ্গেই সাড়া পড়েছিল নেটদুনিয়ায়৷ তাই প্রথম গান মুক্তি নিয়ে যথেষ্ট আগ্রহ ছিল৷ গান মুক্তির আগে প্রকাশ পেয়েছিল টিজার৷ সেখানেই স্বল্পবসনা জ্যাকলিনের কোমরে দেখা গেল কৃপাণ৷ শিখরা এই বস্তুটিকে তাঁদের ধর্মাচরণে বিশেষ গুরুত্ব দেন৷ সেটিকে বলি-নায়িকার কোমরে দেখে মেনে নিতে পারেননি মজিন্দর সিং সিরসা৷ সরাসরি সোশ্যাল মিডিয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন৷ বলিউডি গানের নাচে কৃপাণ ব্যবহারকে ‘বেয়াদপি’ বলেই উল্লেখ করেন তিনি৷ শিখদের ধর্মীয় ভাবাবেগে যে এ দৃশ্য আঘাত করবে এমনটাও জানিয়েছেন তিনি৷ আর তাই তাঁর আবেদন, এ গানটিকে যেন ছবি থেকে বাদ দেওয়া হয়৷ এই মর্মে সেম্সর প্রধান পহেলাজ নিহালনিকে একটি চিঠিও লেখেন তিনি৷ তাঁর দবি, হয় গানটিকে বাদ দেওয়া হোক, নতুবা নতুন করে গানটির শুটিং করা হোক৷ সেই সঙ্গে শিখদের কাছে ছবির পরিচালক ও কলাকুশলীদের ক্ষমা চাওয়ারও দাবি জানান তিনি৷ ‘সিবিএফসি’ যদি সঠিক পদক্ষেপ নিতে না পারে তাহলে এই বিষয় নিয়ে আদালতের দ্বারস্থ হবেন বলেও জানান মনিন্দর৷

দেখুন সেই ভিডিও:

The post কোমরে কৃপাণ নিয়ে জ্যাকলিনের ‘বেয়াদপি’, সেন্সরে চিঠি ক্ষুব্ধ শিখদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement